• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

শাবিপ্রবি শিবিরের নেতৃত্বে তারেক-তুহিন

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে শাবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার। পরবর্তীতে শিবিরের সদস্যদের পরামর্শের ভিত্তিতে পুনরায় শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন এই কমিটির সূত্রে জানা যায়, গতকাল ৬ জানুয়ারি নগরীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দেন। সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন নির্বাচিত সভাপতি তারেক মনোয়ার বলেন, পুনরায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী বছরের জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি যেন আমার এই দায়িত্ব একাগ্রতার সঙ্গে পালন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।

তিনি বলেন, ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করবো। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

নব মনোনীত সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোন হানাহানি থাকবে না। সকল শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সংমিশ্রণ গঠিয়ে বিশ্ববিদ্যালয় সুনাম অর্জনের জন্য ছাত্রশিবির অতীতের মতো কাজ করতে চায়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রশিবিরের নতুন প্রতিজ্ঞা
আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করছি: শিবির সভাপতি 
রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ
আর কোনো ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না: শিবির সেক্রেটারি