• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯
ছবি : আরটিভি

নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জের জেলা পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।

এ সময় সহকারী পরিচালক বিজন কুমার রায়, সোহরাব হোসেন সোহেল সহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের জেলা উপপরিচালক মো. মশিউর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটে নিম্নমানের কাগজ সরবরাহ, কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার অব্যবহৃত হওয়া, কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে অনিয়ম, আসবাবপত্র বাইরে ফেলে রাখা, ৩২ বছর বয়সে চাকরি সহ বেশকিছু বিষয় সামনে এসেছে।

এছাড়া কর্মকর্তাদের আত্মীয়স্বজনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে টেন্ডার বাণিজ্য করায় নজরুল ইসলাম হিরা ও কোটি কোটি টাকার আসবাবপত্র ক্রয় সহ প্ল্যানিং সংক্রান্ত দুর্নীতির দায়ে তুহিন মাহমুদ সহ বেশ কিছু কর্মকর্তার নাম সামনে এসেছে। এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

দু-একটি বিষয়ে আমরা মামলারও প্রস্তাবনা করব। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবে মামলা দায়েরসহ বাকি কার্যক্রম পরিচালনা করা হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজউকে দুদকের অভিযান
ছাত্রলীগ কর্মীকে ভিসির পিএস নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ
গভীর রাতে বশেমুরবিপ্রবি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার