লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৮:৩১ পিএম


লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
ছবি : আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও দুই হলের নাম বদলে নতুন নামের ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা নিজেরাই এ কাজ করেন। এ সময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নামের ব্যানার সরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল, শেখ হাসিনা হলের পরিবর্তে কবি সুফিয়া কামাল হল নামের ব্যানার টানায় ববি শিক্ষার্থীরা।

জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের ৩ হল ও লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি জানায় শিক্ষার্থীরা। পরবর্তীতে গত ২ ডিসেম্বর হলের নাম পরিবর্তন বিষয়ক কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কমিটি গঠনের এক মাস পেরিয়ে গেলেও আসেনি কোনো সিদ্ধান্ত। 

বিজ্ঞাপন

রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর, জুলাই বিপ্লবের স্পিসকে ধারণ করে আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলাম। প্রশাসন নাম পরিবর্তনের জন্য কমিটি করলেও তাদের কোনো কার্যকর মিটিং হয়নি বা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছিল না। প্রশাসন ব্যর্থ হলে, আমরা শিক্ষার্থীরা পরিবর্তন করে দিয়েছি। আমরা সম্মিলিত সিদ্ধান্তে, নামগুলো নির্ধারণ করেছি, এগুলো নিয়ে কোনো বিতর্ক হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক, হল ও কেন্দ্রীয় লাইব্রেরীর নাম পরিবর্তনবিষয়ক কমিটির এক সদস্য বলেন, অনেক দিন হয়েছে নাম পরিবর্তনের জন্য কমিটি করা হয়েছে। কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিসিয়ালি জানায়নি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়েছিলাম কমিটিতে আমাদের নাম রয়েছে। ৯ জানুয়ারি আমাদেরকে ফোন করেই জানানো হয় যে কিছুক্ষণ পর এমন একটি মিটিং আছে। তারপর ১২ তারিখ আবার একটি মিটিং করা হয়। সেখানে কী প্রক্রিয়ায় নাম পরিবর্তন করা যায় সে বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু এসব বিষয় প্রশাসনের মধ্যে তেমন আন্তরিকতা দেখা যাচ্ছে না।

হলের নাম পরিবর্তনবিষয়ক কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট মো. মেহেদী হাসান বলেন, হলের নাম পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে একটি মিটিং করেছি, পরবর্তীতে উপাচার্যের সঙ্গেও এ বিষয়ে কিছু কথা বলা হয়েছে। কমিটি থেকে নামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্টুডেন্টরা যদি কিছু করে থাকে তবে সেটা তাদের স্ক্রিপ্ট থেকে হয়তো করছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, নাম পরিবর্তন সংক্রান্ত যে কমিটি হয়েছে, সেই কমিটিতে বিভিন্ন নাম সাজেস্ট করবে। সেই সাজেশন এর ওপর ভিত্তি করে সিন্ডিকেট একটি ডিসিশন নেবে। সেই ডিসিশন যখন এপ্রুভ হবে তখন ফাইনালি নাম পরিবর্তন হবে। কমিটি থেকে কোনো সিদ্ধান্ত আসছে কিনা এ বিষয়ে আমার জানা নেই।

আরটিভি/এএএ-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission