• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

রাবিতে শুরু হলো শৈত্যোৎসব ও পিঠা পুলি মেলা 

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব ‘শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১’ শুরু হয়েছে। ক্যাম্পাসের বাউলিয়ানা পরিবারের আয়োজনে এই বর্ণিল উৎসবটি চলবে ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। সার্বিক সহায়তায় আছে ‘রিয়েল স্টার প্রপার্টিজ লিমিটেড’।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় রয়েছে পিঠাপুলি মেলা, নানান পণ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সংগীত দলগুলোর পরিবেশনার পাশাপাশি দেশসেরা ফোক, বাউল ও কাওয়ালি শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করবে।

শিক্ষার্থীরা বলছেন, আমরা প্রতিবছরে এমন উৎসব চাই। রাবিতে বাংলাদেশের সব জেলার শিক্ষার্থী রয়েছে। যার ফলে যারা রাজশাহী অঞ্চলের না তারাও উত্তরবঙ্গের কালচার সম্পর্কে জানতে পারে।

উৎসবের কনভেনর এস কে হৃদয় বলেন, এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আমরা এ উৎসবের মাধ্যমে সবাইকে মিলিত হওয়ার আহ্বান জানাই। এই আয়োজন রাজশাহী অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশাসনের অবহেলায় চড়া দামে বিক্রি হচ্ছে খাবার, রাবি শিক্ষার্থীদের ক্ষোভ
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম
রাবি শিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ