রাজধানীতে মেসে মিলল জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ
সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজধানীর মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, ভোর পাঁচটায় তিনি ঘটনাটি শোনার পরপরই সূত্রাপুর থানায় যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং কোনো অপরাধী থাকলে তার বিচার নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এছাড়া পরিবারের কেউ মামলা করতে আগ্রহী নয় বলে তিনি জানান। ময়নাতদন্ত শেষে মরদেহ দ্রুতই তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহান জামান দুঃখ প্রকাশ করে বলেন, আমরা সমাজবিজ্ঞান পরিবার আজ শোকাহত। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
আরটিভি/এমএ
মন্তব্য করুন