• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে অষ্টম বারের মতো ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৪’ আগামী ১ ফেব্রুয়ারি শুয়ে হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্লাবটির সভাপতি মাসুদ।

দুই দিনব্যাপী এ মেলা বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রসহ (টিএসসিসি) মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, স্ন্যাকস এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এবারে মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্টেজ সায়েন্স শো, 3D, 6D ও 9D মুভি শো এবং স্টার ভিজুয়ালাইজেশন। অংশগ্রহণকারীরা এ আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।

তিনি বলেন, এবারের বিজ্ঞান মেলায় মোট ১৩টি সেগমেন্ট থাকবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য থাকবে, সায়েন্স অলিম্পিয়াড, কেইস সলভিং, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, সায়েন্টিফিক ডিবেট, পোস্টার প্রেজেন্টেশন। এছাড়া এর বাইরে থাকছে মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, রুবিক্সকিউব, এআই বেইসড বিজনেজ আইডিয়া কম্পিটিশন, দাবা প্রতিযোগিতা, ফটোগ্রাফি কনটেস্ট। যাতে সবাই অংশগ্রহণ করতে পারবে।

এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্ট্রেটেজিক পার্টনার হিসেবে থাকছে বিডিএপস, স্ন্যাকস পার্টনার যুক্ত হয়েছে বোম্বে সুইটস, লার্নিং পার্টনার ওলিন এআই, মিডিয়া পার্টনার হিসেবে যমুনা টেলিভিশন ও দ্যা বিজনেস স্ট্যান্টার্ড এবং দিনকাল, কমইউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট।

এ সময় রাবির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. তরিকুল হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি উদীচীর সভাপতি ড. গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক রায়হান 
আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ 
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু সোমবার
রাবি ভর্তির স্থগিত আবেদন শুরু ২৭ জানুয়ারি