• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

রাবিতে চলছে ৮ম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ শুরু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ফিয়েস্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম, উদ্বোধক হিসেবে ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মাদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে বেলুন উড়িয়ে ফিয়েস্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব। সেইসাথে বাংলাদেশের জাতীয় পতাকা, রাবির পতাকা এবং রাবি সায়েন্স ক্লাবের পতাকা উত্তোলন করা হয়।

ফিয়েস্টার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, এটা খুব-ই ভালো উদ্যোগ। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে। আশা করি সামনে আরো বড় ভূমিকা পালন করবে৷

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাসুদ।

তিন দিনব্যাপী এই উৎসবটি গতকাল ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইতোমধ্যে উৎসবের বিভিন্ন সেগমেন্ট শুরু হয়ে গেছে, যা অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

এই বছর সায়েন্স ফিয়েস্টায় মোট ১৩টি সেগমেন্ট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন এবং সায়েন্টিফিক ডিবেট। এছাড়াও, অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বিভিন্ন ধরনের গেম সেগমেন্ট। সেইসাথে বোম্বে সুইটস এর পক্ষ থেকে ফ্রি স্ন্যাকস।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে এবং সেইসঙ্গে আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের ৩ দিন ব্যাপী এই ফিয়েস্টার সমাপ্তি ঘোষণা করা হবে।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিক্ষোভে আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন, ভেতরে আটকা শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ