করোনা : যুক্তরাষ্ট্রে টানা ১২ দিনে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত
করোনাভাইরাসের মহামারি যুক্তরাষ্ট্রে নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ যেন নেই। দেশটিতে টানা ১২ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
কোভিড-১৯ নিয়ে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ২১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৭৪ হাজার ৪৩৭ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭ জনের। এই নিয়ে টানা চার দিন হাজারের বেশি মৃত্যু দেখেছে দেশটি। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯১ জন।
আক্রান্তের মতো মৃত্যুর তালিকাতেও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বসন্তের শেষ দিকে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়ছে।
নতুন সংক্রমণের বেশির ভাগই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাবামা ও ফ্লোরিডা থেকে রেকর্ড আক্রান্তের খবর আসছে। ওয়ার্ল্ডোমিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৪৩ লাখ, মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬১ হাজার মানুষ।
বর্তমানে দেশটিকে ‘অ্যাকটিভ’ করোনা রোগী রয়েছে ২১ লাখের কিছু বেশি। আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৮৬ হাজার। ভারত আক্রান্তের তালিকায় আছে তৃতীয়স্থানে।
আরও পড়ুন:
এসএস
মন্তব্য করুন