• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

করোনা : বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২ কোটি ১৬ লাখের বেশি

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২০, ০৯:২৯
file photo
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ রোববার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৬ লাখ ৪ হাজার ১৩৭ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ১৬ লাখ ৪ হাজার ১৩৭ জন। সাত লাখ ৬৪ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ২৩ হাজার ১৭৪ জন সুস্থ হয়ে উঠেছে।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন। সুস্থ হয়েছেন ২৯ লাখ ১৮৮ জন।

ব্রাজিলে ১ লাখ ৭ হাজার ২৯৭ জনের প্রাণ গেছে করোনায়। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। সুস্থ ২৪ লাখ ৪ হাজার ২৭২ জন।

তিন নম্বরে থাকা ভারতে মোট ২৫ লাখ ৮৯ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৮৪ জনের।

এদিকে দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬২৫ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন সুস্থ হলেন।

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত