• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

এক দিনের ব্যবধানে বেড়েছে করোনা শনাক্ত

আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৭
এক দিনের ব্যবধানে বেড়েছে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে, গতকাল (শুক্রবার) ২৫ জন আক্রান্ত হয়েছিল।

রোববার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৮২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় কমলো
‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ কর্মসূচি স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া
শনিবার যে ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না
জাতীয় ক্রীড়া পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি