জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটালো ডিএমপি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে জীবাণুনাশক ওষুধ ছেটালো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
পি
মন্তব্য করুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০০ জন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪০২ জন এবং বাকিরা ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫০ জন। এরমধ্যে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ২৮ জন। মারা গেছেন ২৩৪ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/আরএ/এসএ
ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি হাসনাত আবদুল্লাহর
পড়াশোনা শেষে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘২০০তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নামেমাত্র ভাতা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় তাদের পড়াশোনা ও পরিশ্রম অনেক বেশি। অথচ, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না। তাদের ভাতা বাড়ানো প্রয়োজন।
এ সময় আন্দোলনের সময় অনেক ডাক্তার সেবা দেয়নি জানিয়ে তিনি বলেন, আন্দোলনে থাকা অনেকের নাম-পরিচয় পুলিশকে দিয়েছে অনেক ডাক্তার। রাজনৈতিক পরিচয়ের কারণেই তারা এমনটা করেছিল। আমার মনে হয়, ডাক্তারদের রাজনৈতিক পরিচয় না থাকাই ভালো।
আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতের বাজেট কম হওয়ায় এই খাতের অবস্থা বেশ শোচনীয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মালেক এই খাতকে ধ্বংস করে দিয়েছেন। ফলে এখন অনেক দরিদ্র মানুষ সঠিক সেবা পায় না।
সরকার এখনও মানুষকে খুশি করতে পারেনি জানিয়ে তিনি বলেন, যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে তাদের পরিবারের অবস্থা ঠিক করতে বা চিকিৎসা করাতে আমরা সফল হইনি। আশা করি, সরকার অন্যান্য সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মানুষের আশা পূর্ণ করবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, স্বাস্থ্য কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, সদস্য সচিব তারেক রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু এবং ছয় হাজার ৫৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১২ অক্টোবর ডেঙ্গুতে নয়জনের মৃত্যু এবং ৯১৫ জন হাসপাতালে, ১৩ অক্টোবর চারজনের মৃত্যু এবং ৬৬০ জন হাসপাতালে, ১৪ অক্টোবর একজনের মৃত্যু এবং এক হাজার ১৮৬ জন হাসপাতালে, ১৫ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১০৮ জন হাসপাতালে, ১৬ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৮৬ জন হাসপাতালে, ১৭ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১০০ জন হাসপাতালে এবং ১৮ অক্টোবর তিনজনের মৃত্যু এবং ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৪৬১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১৫ জন। মারা গেছেন ২৩৭ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/আরএ/এসএ
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন
বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিত করতে এবং হসপিটাল ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে দেশের ফার্মাসিস্টদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম’ এর নতুন কমিটি গঠিত হয়েছে।
গত ১১ অক্টোবর ধানমন্ডির কলাবাগানের পানসি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে মো. আজিবুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, মতবিনিময় এবং আলোচনা সভার মধ্য দিয়ে অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর কার্যনির্বাহী কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদ নির্বাচিত করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম, প্রবীণ ফার্মাসিস্ট মো. বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মো. হারুন আর রশিদ সহ বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ, এছাড়াও প্রায় ১৫ টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রায় শতাধিক প্রবীণ ও নবীন ফার্মাসিস্টস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম এবং মো. হারুন অর রশিদ উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি মো. আজিবুর রহমান; সিনিয়র সহ-সভাপতি এসএম আনোয়ার মজিদ তারেক; সহ-সভাপতি মো. জাকারিয়া ফারুকী; মো. মেহেদী হাসান, মো. কামরুজ্জামান, একে আজাদ, সোহেল বিন আজাদ; সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর; যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন আফরোজ, মো. কামরুজ্জামান খোকন, রেজওয়ানুল হক, মো. জহির রায়হান;
অর্থ-সম্পাদক আবুল ফজল; সাংগঠনিক সম্পাদক মো: আরমান হোসেন শুভ; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছিদুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, জলাল উদ্দিন রাকিব, মো. মাহমুদুর রহমান সাদ, সাহেদ ভূইয়া; প্রচার সম্পাদক মমিনুল ইসলাম (নির্ঝর); সহ-প্রচার সম্পাদক সাইমুম ইসলাম; সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, মো. নাজিম উদ্দীন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিফাত উল্লাহ্ নিহাল, জয়া সাহা;
মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাহবুব রহমান তালুকদার; আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মামুন গাজী; দপ্তর সম্পাদক মো. এহসান আহমেদ জুয়েল, মো. আশরাফুল রহমান ভূঁইয়া; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, তৌহিদুল ইসলাম; ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক তাজিয়া ইসলাম নিশা; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম নাহিদ, মো. সাদ্দাম হোসেন।
কার্যনির্বাহী সদস্য, মোহাম্মদ আরিফ খান, ইসমাইল হোসেন, একেএম ফয়জুল ইসলাম, ফয়সাল তারিক তনময়, মো. ওয়াছেল আলম, আইয়ুবালী, মো. মোহাইমিনুল ইসলাম, মো. পারভেজ আলম, আহসান হাবিব, মো. সালেহ সামির, ইত্তেহাদ খোন্দকার, দিপংকর অধিকারী, মো. ফিরোজুর রহমান, মো. মেজবাহ উদ্দিন সাব্বির, মো. তামিম খান, ঋষিকেশ দাশ, মো. আ. রাহিম সরকার।
আলোচনা সভায় বক্তারা হসপিটাল ফার্মেসি চালুর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের গুণগত মান উন্নয়ন, ফার্মাসিস্টদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রাজুয়েট ফার্মাসিসদের গুণগত এবং পেশাগত মান উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরটিভি/এসএপি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৪৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭২ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫৮২ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ২৪১ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/আরএ
নভেম্বর-ডিসেম্বরেও ভয়াবহ হতে পারে ডেঙ্গু
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৫৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৪১ জন। এরমধ্যে চলতি মাসের ১৯ দিনেই ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর বিস্তার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
উদ্বেগের বিষয় হলো রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিন যেভাবে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে সেই হিসেবে চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ কর্মী বাড়ানোর তাগিদ কর্তৃপক্ষের।
হাসপাতালটির বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও এডমিন মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা রেশমা বলেন, রোগী বনাম চিকিৎসক এবং নার্সের যে রেশিও যেটি মেনটেইন করা যাচ্ছে না। এ বছর আমাদের জনবল খুবই কম। যার কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
প্রতিবছর শীত আসার আগেই কমতে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু এবার নভেম্বর, ডিসেম্বরেও ডেঙ্গু বাড়ার আশঙ্কা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের। একইসঙ্গে রাজধানীতে এডিস মশা বিস্তারের সূচক বেশি হওয়ায় এলাকা চিহ্নিত করে ফগিং করার পরামর্শ দিয়েছেন তিনি।
আরেক কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/আরএ/ এসএ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।
সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সর্বশেষ মৃত তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৯২ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশানিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সব জায়গায় হাসপাতালগুলোকে অ্যালার্ট (সতর্ক) করে দেওয়া আছে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি সকলকে সচেতন করতে। বিভিন্ন জায়গায় কথা বলছি। আমরা চেষ্টা করছি যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা যায়।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
আরটিভি/এএইচ-টি