• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটালো ডিএমপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ০৯:৫০
জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাবে ডিএমপি
জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাচ্ছে ডিএমপি, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে জীবাণুনাশক ওষুধ ছেটালো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
যান চলাচলে ডিএমপির নির্দেশনা
লাইসেন্স-ট্যাক্সের আওতায় আসছে অটোরিকশা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা