• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্ত সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ফুলবাড়িয়া হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০২০, ১৯:২৮
hospital, corona,
ফাইল ছবি

করোনাভাইরাস আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে। এজন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা সহযোগিতা দিতে চারজন চিকিৎসক ও কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আর সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

আজ বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপ-সচিব মো. দিদারুল ইসলাম নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

আর সব ধরনের সহযোগিতার জন্য হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাজনীন জামান, মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম এবং ফারহানা সুলতানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুমেও (০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: skhcovid19contro@gmail.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh