• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

করোনা চিকিৎসায় যুক্ত হলো বিএসএমএমইউ

আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ২০:০৫
BSMMU was added to the corona treatment
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

করোনা রোগীদের চিকিৎসায় আজ শনিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’চালু হয়েছে।

বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এই সেন্টারে আইসোলেশন ব্যবস্থা ও আইসিইউ সুবিধা রয়েছে।

দেশে কোভিড-১৯ চিকিৎসায় আজ থেকে যুক্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। কেবিন ব্লক ও বেতার ভবন মিলে মোট ৩৭০ জন রোগীকে এই হাসপাতালে চিকিৎসা দেয়া যাবে। আইসিইউ শয্যা রয়েছে ১৫টি। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে রাজধানীতে করোনা পরীক্ষা করতে আশাদের ভোগান্তি কমেনি। মুগদা হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পরীক্ষা করাতে না পেরে ফিরে গেছেন অনেকে। এমনকি এই হাসপাতালে করোনা পরীক্ষায় অনিয়ম ও ভোগান্তির অভিযোগ করেছেন রোগীরা।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়শা আক্তার জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা।

ভূক্তভোগিদের দাবি এই দুর্যোগ মুহূর্তে সবাই আন্তরিকতা নিয়ে কাজ করলে সীমিত সক্ষমতার মধ্যেও ভালো সেবা নিশ্চিত করা সম্ভব।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউর ১৫ জন বরখাস্ত
সারজিসের আশ্বাসে গণ-অভ্যুত্থানে আহতদের অবরোধ প্রত্যাহার
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
বিএসএমএমইউর নতুন ভিসি ডা. শাহিনুল আলম