• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

দেশে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১৫:১০
Coronavirus
ছবি- সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২২ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৫৪ জন

রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়া ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, একদিনে সুস্থ হয়েছেন আরও ৫৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, করোনাভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫ জনে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত