• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

অক্টোবর থেকে করোনার টিকা দান কর্মসূচি শুরু করবে রাশিয়া

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১৭:৫২
Corona vaccine
ফাইল ছবি

আগামী অক্টোবর মাস থেকে করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এই অভিযান শুরু করা হবে।

রয়টার্স জানায়, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, এইরমধ্যে মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে ক্লিলিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে তবে পেপারওয়ার্ক বাকি রয়েছে যা খুব শিগগিরি শেষ হবে।

মিখাইল মুরাশকো জানান, প্রথম পর্যায়ে ডাক্তার ও শিক্ষকদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

রাশিয়ার এ টিকা দেয়ার বিষয়ে পাশ্চাত্যের কোনো কোনো বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া করোনার টিকা চালু করার বিষয়ে তড়িঘড়ি করছে।

কোভিড-১৯ রোধে বিশ্বে টিকা উৎপাদনে অক্সফোর্ড-মডার্ণার মতো ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো প্রথম সারিতে থাকার সময়েই সবাইকে তাক লাগিয়ে রাশিয়া প্রথম টিকা নিয়ে হাজির হল।

গত মাসে রাশিয়ার বিজ্ঞানীরা গামালেয়া ইনস্টিটিউটের প্রথম দিককার সব ট্রায়ালে ইতিবাচক ফলাফল এসেছে বলে জানায়। তবে বিশ্বের অনেক দেশের বিশেষজ্ঞরাই রাশিয়ার এ টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: দেশে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত