• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ডাক্তারদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই- কথাটি সত্য নয়: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ১৬:১৪
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

করোনাভাইরাস ইস্যুতে কোনো তথ্য গোপন করা হচ্ছে না। ডাক্তারদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই- এই কথাটা ঠিক নয়। তবে ঘাটতি আছে। কিন্তু সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৫ শে মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

তিনি বলেন, সকলের প্রতি অনুরোধ করবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে আর যখন যেটা করতে হবে, সেটা যথাসময়েই করা হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। যখন যে ব্যবস্থা নেওয়ার দরকার তখন সে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে শেখ হাসিনার সরকার সচেতন এবং প্রস্তুত আছে।’ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তখন সেটা নেওয়া হবে বলেও জানান সরকারের এ মন্ত্রী।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন 
ওবায়দুল কাদের অবস্থান করছেন সন্দেহে বাড়ি তল্লাশি, অতঃপর...
কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন