এবার কর্মসূচি দিলো সাংবাদিকদের দুই সংগঠন
কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু ও সারাদেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, চলমান কোটা আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারাদেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে ডিইউজে ও বিএফইউজে শনিবার (৩ আগস্ট) ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
কোনো গণমাধ্যম বন্ধ হবে না: প্রেস সচিব
কোনো গণমাধ্যম বন্ধ হবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী। দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি। গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি।
তিনি বলেন, আগের সরকারের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, এটি নিশ্চিত করা হয়েছে। কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সরকার।
এর আগে, ২৪ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরটিভি/আরএ-টি
সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য পাঠাতে অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ উল আলম। এতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলো হলো
১. গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১ জুলাই পরবর্তী বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ পাঠাতে হবে।
২. প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভঅবে কিংবা সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ইমেইলে তাদের আবেদন পিডিএফ আকারে পাঠাতে হবে।
৩. সাংবাদিকতার প্রত্যয়ন, প্রমাণ বা গ্রহণযোগ্য প্রমাণপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ২(জি) এ বর্ণিত সংবাদকর্মীদের বোঝাবে। অডিও ভিজুয়াল এবং ডিজিটাল, অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে বা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।
তথ্য বিবরণীতে সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে, এমন কোনও মামলার তথ্য পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়।
আরটিভি/এসএপি-টি
ডিএমসিআরএসের নতুন সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র আবিদ
ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টাস সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
সোমবার (২৮ অক্টোবর) বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান রুবেল ও মহাসচিব মোহাম্মদ মাসুদ।
বিবৃতিতে মোহাম্মদ মাসুদ বলেন, মুহাম্মদ আবু আবিদ গত ৩ বছর যাবৎ আমাদের সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন। তিনি একজন সফল সংগঠক। তার সামাজিক কাজের আইডিয়া ও বাস্তবায়নের প্রক্রিয়া সকলের কাছেই প্রশংসিত। তাই সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী একটি প্লাটফর্ম তৈরির জন্যই তাকে এ দায়িত্বে পদায়ন করা হয়েছে। আমার বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যেই এ সংগঠনকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবেন তিনি।
সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়ে আবু আবিদ বলেন, আমি আসলে নতুন পদ পাওয়ার বিষয় কিছুই জানতাম না। আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। অনুভূতি বলতে, এখন এ পদের ভার কিভাবে নিব তা নিয়ে ভাবছি। তবে যারা আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তাদের আশা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আদর্শ ঠিক রেখে সৎভাবে নীতিতে অটল হয়েই সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করব।
উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও সাংবাদিক। তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দূর্বার তারুণ্য ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে দেশের নানান গণমাধ্যমে সাংবাদিকতা করছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করছেন।
আরটিভি/এসআর
২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (২৮ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২-এর অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে নিম্নবর্ণিত সাংবাদিকদের অনুকূলে তথ্য অধিদপ্তর কর্তৃক ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।
কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা হলেন—প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী ও ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।
আরটিভি/এআর
অংকুরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
ব্রাহ্মণবাড়িয়ার শিশু কিশোর সংগঠন অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে আরও ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা স্মারক দেয়া হয়। তারা হলেন- সাহিত্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল (সাহিত্য), বিশিষ্ট সেতার ও বংশীবাদক সঞ্জীত কুমার রায় (যন্ত্রসঙ্গীত), কণ্ঠশিল্পী রওনক জাহান রাইসা (সঙ্গীত)। সম্মাননা পাওয়া গুণীজনদের প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজবন্ড মানিও দেয়া হয়।
পাশাপাশি শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন অংকুরের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাকারিয়া, সহ সভাপতি অরুপ রায় অপু ও যুগান্তরের সাংবাদিক হেলাল উদ্দিন।
অংকুর পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবদীন, লেখক-গবেষক শাহ সানাউল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও সমাজসেবক কবি দেওয়ান মারুফ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অংকুরের উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। সম্মাননা স্মারক প্রদান শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
উল্লেখ্য, প্রায় তিনদশক ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা, আবৃত্তি ও নাট্য অভিনেতা হিসেবে তিনি সুপরিচিত।
আরটিভি/ ডিসিএনই
বন্ধ হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্যা বিজনেস পোস্ট’
বন্ধ হচ্ছে পোস্ট মিডিয়া কমিউনিকেশন লি. কোম্পানির মালিকানাধীন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্যা বিজনেস পোস্ট’। একই সঙ্গে পত্রিকাটির সকল সাংবাদিক ও কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে।
বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইংরেজি বাণিজ্যিক দৈনিক পত্রিকা দ্যা বিজনেস পোস্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের জন্য বাণিজ্য-উন্নয়ন ও বিনিয়োগের গভীর বিশ্লেষণ তুলে ধরে আসছে।
বর্তমানে নানাবিধ অর্থনৈতিক সংকট, নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতি এবং বিপর্যয়ের কারণে কোম্পানি কর্তৃক পত্রিকাটি চালু রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয়ের কারণে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ) (আ) বিধান মোতাবেক দ্যা বিজনেস পোস্টের সকল সাংবাদিক- কর্মচারীকে চাকরি হতে ছাঁটাই করা হচ্ছে।
কর্মীদের পাওনাদি সম্পর্কে এতে বলা হয়, বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ) (আ) বিধান মোতাবেক ছাঁটাই পাওনাদি আগামী ৩০ দিনের মধ্যে পত্রিকার সকল বিভাগ হতে ছাড়পত্র নেওয়া সাপেক্ষে সকল সাংবাদিক-কর্মচারীকে পরিশোধ করা হবে।
আরটিভি/এএএ
সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, শাহবাগ থানার একটি মামলায় মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।
আরটিভি/এসএপি