• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্প্রচারে আসছে দিগন্ত টিভি

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ১৬:৫৬
ফাইল ছবি।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেলটি।

টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে।

এর আগে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

এদিকে, শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর মঙ্গলবার দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক অনেক কর্মী জড়ো হন। এ সময় তারা চ্যানেলটি পুনরায় চালু করার দাবি জানান।

মন্তব্য করুন

Radhuni
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচিত সরকার পেতে সারজিসের দুই পরামর্শ 
বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি
অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান অংশীদারিত্ব জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র
অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ: ফখরুল