নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্প্রচারে আসছে দিগন্ত টিভি
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে দীর্ঘ ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেলটি।
টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করে।
এর আগে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
এদিকে, শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর মঙ্গলবার দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক অনেক কর্মী জড়ো হন। এ সময় তারা চ্যানেলটি পুনরায় চালু করার দাবি জানান।
মন্তব্য করুন
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকা
একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপাফারজানা রুপা ও শাকিল আহমেদের ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৮ ডিসেম্বর) সংস্থাটির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাংবাদিক এ দম্পতির ৩৬টি ব্যাংক হিসাবের খোঁজ পাওয়া গেছে। এসব হিসাবে জমা রয়েছে ১৫ কোটি ১৪ লাখ টাকা। এরই মধ্যে তুলে নেয়া হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা।
এর আগে ২১ আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার হন সাংবাদিক এ দম্পতি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এই দুই সাংবাদিক নানাভাবে উসকানি দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলি চালানো হয়। সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।
মামলার তদন্তে পুলিশ জানতে পারে, ফারজানা রুপা ও শাকিল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উসকানি দেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদঘাটন করা যাবে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরটিভি/এএইচ
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা।
দেলাওয়ার হোসাইন দোলন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। যেখানে বলা হয়- এর আগে ঢাকসাস-এর নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন এসএ ভিটির প্রতিবেদক রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা ২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ক্যাম্পাস প্রতিবেদক মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ ২৪-এর ক্যাম্পাস প্রতিবেদক জিসান আহমেদ, নাগরিক টিভির ক্যাম্পাস প্রতিবেদক মাহফুজুর রহমান।
নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সসিতির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক হাসিব বিল্লাহ, সাবেক ঢাকসাস সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিবেদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি ও আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসাইন সাগর।
উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
আরটিভি/এমকে/এআর
বিআইজেএফের নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইনফোটেক ইনসাইট ডটকমের সম্পাদক হিটলার এ হালিম সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে নির্বাহী কমিটির ৯টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ৬৭ ভোটারের মধ্যে বিআইজেএফের ৬৪ ভোটার এদিন ভোট প্রদান করেন।
নির্বাচনে ৪২ ভোট পেয়ে ইনফোটেক ইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম) সভাপতি ও দৈনিক সমকালের সাব্বিন হাসান ৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক , সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক 24 ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদের মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।
প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাকি দুই সদস্য ছিলেন প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আরটিভি/আইএম
নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই: প্রেস উইং ফ্যাক্টস
নাটোরে শ্মশানঘাটের একটি ভোগঘরে চুরি ও ব্যক্তি নিহতের ঘটনায় কোনো ধরনের বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সংবাদমাধ্যমটি এমনটি করেছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টস।
রোববার (২২ ডিসেম্বর) প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, শনিবার কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওর বরাতে সংবাদ প্রকাশ করে পিটিআই। ওই সংবাদে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের, হিন্দু নেতা এবং ভুক্তভোগীর স্বজনের কোনো বক্তব্য নেওয়া হয়নি। পিটিআই খবরটি প্রকাশের পর তা হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ব্যাপারে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস বলেন, একটি ঘটনা ঘটা মাত্রই তা যাচাই বাছাই না করে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল কাজ নয়। এ ধরনের অতিরঞ্জিত সংবাদ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে মিডিয়ার স্থানীয় পর্যায়ে বা অফিসিয়াল মাধ্যমে তথ্য সংগ্রহ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর মহাশ্মশান ঘাট থেকে শনিবার থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তরুণ কুমার দাস (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্মশান ঘাটের ভেতরে অবস্থিত ভোগঘরে অজ্ঞাতপরিচয় চোরেরা চুরি করার সময় ভুক্তভোগী তরুণ কুমার দাস চোরদের দেখে চিৎকার করার চেষ্টা করলে তার মুখ ও হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তবে শ্মশান ঘাটের ভোগঘর থেকে কয়েকটি কাসার প্লেট চুরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান বলেন, শনিবার মরদেহ উদ্ধারের পর থেকে রোববার সকাল পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত কিছু লোক চুরি করতে গেলে এ ঘটনা ঘটতে পারে। হত্যার সম্ভাব্য সব কারণই খুঁজে বের করার চেষ্টা চলছে।
তরুণ কুমার ইসকন বা কোনো সংগঠনের সদস্য ছিলেন না জানিয়ে, নাটোরের বড় হরিশপুর মহাশ্মশান ঘাট কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু বলেন, তরুণ কুমার শ্মশান কমিটির কোনো সদস্য নন। তিনি কোনো পুরোহিত বা সেবক ছিলেন না। তিনি মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। এ ঘটনায় কোনো সাম্প্রদায়িক সম্পৃক্ততা আছে বলে আমাদের কাছে মনে হয় না।
আরটিভি/কেএইচ-টি
মারা গেছেন স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম
দেশের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই। রোববার ( ২২ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ७० মিনিটে রজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ টেলিভশনের ফেসবুক পেজে জানানো হয়েছে এ খবর।
বিবৃতিতে লেখা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম আজ দিবাগত রাত ২ টা ७० মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বুধবার (২৫/১২/২৪) তার জানাজা অনুষ্ঠিত হবে।
সালেহ আকরামের জন্ম ফরিদপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।
আরটিভি /এএ
ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকা। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ ক্যাম্পটি পরিচালনা করেন।
দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্প সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ তামিমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সদস্যদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে ডিএসইসির সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
অনুষ্ঠানের বক্তারা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তাদির অনিক বলেন, ‘সাব-এডিটররাই দেশের সাংবাদিকতার প্রাণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সংবাদপত্রের প্রতিটি পৃষ্ঠা, অনলাইন পোর্টাল প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের দক্ষতা, নিষ্ঠা আর নির্ভুল কাজই গণমাধ্যমের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, ‘সাব-এডিটরদের কল্যাণে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত চাপ ও দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শারীরিক সুস্থতা অত্যাবশ্যক। ডিএসইসি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এতে ইসলামী ব্যাংক আমাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নাজিম উদ দৌলা সাদি, কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেনসহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর নির্বাহী ও সাধারণ সদস্যরা।
আরটিভি/এমকে
বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনের ওপর হামলা, আটক ৫
বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আসার সময় ওয়্যারলেস গেটে এলে সন্ত্রাসীর প্রথমে গাড়ির গতি রোধের চেষ্টা করে। এ সময় ডিএমডি টিপু আলমকে বহনকারী গাড়ির চালক দ্রুত গাড়িটি বৈশাখী টেলিভশনের সামনে নিয়ে আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটে। আগে থেকে ওৎ পেতে থাকা ২৯-২৫ জন সন্ত্রাসী তাকে অপহরণের চেষ্টা করে।
এসময় ডিএমডির ডাক-চিৎকারে টেলিভিশনের নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন ছুটে এলে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। হাতে-নাতে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হামলায় আহত টিপু আলম মিলনকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বনানী থানায় অপহরণ করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভিকে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যান্য সন্ত্রাসীদের আটকের জন্য অভিযান চলছে।
আরটিভি/ ডিসিএনই