• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

অমর্ত্যর চতুর্থ মৃত্যুবার্ষিকী রোববার

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৭:০৭

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের ২৫ আগস্ট রাতে হঠাৎ করেই মারা যান।

সিডনির রুকউড কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অমর্ত্যর কবরে উড্ডীন লালসবুজ পতাকা দেখে দূরদেশের কবরস্থানে আসা বিভিন্ন দেশের মানুষেরা প্রতিদিন বাংলাদেশ দেখেন। শোকার্ত পরিবার বাংলাদেশ জুড়েই গড়ে তুলেছে অমর্ত্য ফাউন্ডেশনের নানা স্থাপনা। এরমাঝে হয়েছে মসজিদ, স্কুল, মক্তব, লাইব্রেরি, নলকূপ সহ নানা স্থাপনা। প্রতিবছর কুরবানির ঈদে দেশের দরিদ্র গ্রামগুলোতে দেয়া হয় গরিবের কুরবানি।

তৌকির তাহসিন বারী অমর্ত্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের অমর্ত্য মসজিদে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। কুলাউড়ার গরিব মানুষদের ফ্রি খাবার ঘর উন্দালে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামের অমর্ত্য লাইব্রেরি ও অমর্ত্য মক্তবে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও দোয়া। রংপুর, চিতলমারী, কুলাউড়ার অমর্ত্য পাঠশালার বাচ্চাদের ভালো খাবার খেতে দেয়া হবে।

অমর্ত্যর আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • মিডিয়া এর পাঠক প্রিয়