মানারাতের সাংবাদিকতা বিভাগের যুগপূর্তিতে ৩ সম্পাদককে সংবর্ধনা

আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৬ পিএম


মানারাতের সাংবাদিকতা বিভাগের যুগপূর্তিতে ৩ সম্পাদককে সংবর্ধনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১২তম বর্ষপূর্তি ‍উপলক্ষে দেশের প্রথিতযশা তিন সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন
তারা হলেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিভাগের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় অতিথিরা দেশের গুণী তিন সম্পাদককে সংবর্ধনা দেওয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।

475974671_2374424846244117_7648963804691934022_n

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগের প্রধান রফিকুজ্জামান।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission