• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

গত ১৬ নভেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের জন্য এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী। এবার আরও একটি ঘোষণা দিল তারা। আগামী ৭ ডিসেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিবে বিওএ এবং বাংলাদেশ সেনাবাহিনী

আর এই সংবর্ধনা দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের ইনানী বিচকে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান।

মূলত, পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

সামছ এ খান বলেন, যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে, সেটা হলো কক্সবাজারের ইনানী বিচে, আপনারা জানেন। অনুষ্ঠানটা হবে বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমন্বয়ে। আমরা তাদের (নারী ফুটবলার) সংবর্ধনা দেব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায়, সেটার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, ডিনার থ্রো করা হবে।

দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান উল্লেখ করে তিনি বলেন, দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। এবং হ্যাঁ, ওদের একটা সিংহভাগ অংশীদারিত্ব তো রয়েছেই। আমাদের জয় এসেছে, ওদের অবদান অস্বীকার করা যাবে না। সে কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেই অনুষ্ঠান করছি, আর সেখানের ভেতর সবচেয়ে নান্দনিক যে জায়গাটা, সেটা বেছে নিয়েছি।

এর আগে সাফজয়ীদের ১ কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় ২০ লাখ। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা পুরস্কারের।

বাফুফে এখনও ফুটবলারদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিতে না পারলেও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি ইতোমধ্যে সাবিনাদের পুরস্কার বুঝিয়ে দিয়েছে। আগামী ৭ ডিসেম্বর সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বিওএ এবং বাংলাদেশ সেনাবাহিনী

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশকে ৩০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি
দল ঘোষণার আগেই ওয়ানডে খেলতে দেশ ছাড়ছেন চার ক্রিকেটার
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানালেন মমতা
বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা