সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। তাই সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি গুজব ও ডেঙ্গু সচেতনতায় সরকার এবং বেসরকারি গণমাধ্যমকে ধন্যবাদ জানান।
বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চালানোর বিষয়েও আলোচনা হয়।
আরো পড়ুন:
পি
মন্তব্য করুন
ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটির ব্যবস্থাপনায় ছিল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকা। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এ ক্যাম্পটি পরিচালনা করেন।
দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্প সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ তামিমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সদস্যদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে ডিএসইসির সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
অনুষ্ঠানের বক্তারা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তাদির অনিক বলেন, ‘সাব-এডিটররাই দেশের সাংবাদিকতার প্রাণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সংবাদপত্রের প্রতিটি পৃষ্ঠা, অনলাইন পোর্টাল প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের দক্ষতা, নিষ্ঠা আর নির্ভুল কাজই গণমাধ্যমের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, ‘সাব-এডিটরদের কল্যাণে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত চাপ ও দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শারীরিক সুস্থতা অত্যাবশ্যক। ডিএসইসি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এতে ইসলামী ব্যাংক আমাদের পাশে থাকবে বলে আশা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নাজিম উদ দৌলা সাদি, কল্যাণ সম্পাদক সাফায়েত হোসেনসহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর নির্বাহী ও সাধারণ সদস্যরা।
আরটিভি/এমকে
বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনের ওপর হামলা, আটক ৫
বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আসার সময় ওয়্যারলেস গেটে এলে সন্ত্রাসীর প্রথমে গাড়ির গতি রোধের চেষ্টা করে। এ সময় ডিএমডি টিপু আলমকে বহনকারী গাড়ির চালক দ্রুত গাড়িটি বৈশাখী টেলিভশনের সামনে নিয়ে আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে টিপু আলম মিলনের ওপর হামলার ঘটনা ঘটে। আগে থেকে ওৎ পেতে থাকা ২৯-২৫ জন সন্ত্রাসী তাকে অপহরণের চেষ্টা করে।
এসময় ডিএমডির ডাক-চিৎকারে টেলিভিশনের নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন ছুটে এলে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। হাতে-নাতে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হামলায় আহত টিপু আলম মিলনকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বনানী থানায় অপহরণ করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভিকে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যান্য সন্ত্রাসীদের আটকের জন্য অভিযান চলছে।
আরটিভি/ ডিসিএনই
২০ বছরে পদার্পণ করল আরটিভি
‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করল গণমানুষের এই চ্যানেলটি।
দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানা প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতিমুহূর্তে এগিয়ে চলেছে চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ভিন্নধারার সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরটিভি। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও আরটিভি দেশীয় চ্যানেল হিসেবে শীর্ষে অবস্থান করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এমন আনন্দের দিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের শিল্পী, সংস্কৃতিজন, সাংবাদিক, রাজনীতিবিদ ও খ্যাতিমানরা।
আরটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব কলাকুশলী, দর্শক ও বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। আরটিভির এই দীর্ঘ পথচলায় সঙ্গী হওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশ-বিদেশের সব দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১৯ বছর অতিক্রম করে ২০ বর্ষে পদার্পণ করেছি। দর্শকদের পছন্দ ও রুচির প্রতি আরটিভি সবসময়ই দায়বদ্ধ ও যত্নশীল। পাশাপাশি জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে আরটিভি একাগ্রতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও নানান বয়সী দর্শকদের চাহিদা বিবেচনায় রেখে আরটিভি বহুমাত্রিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে আসছে। নতুন বছরেও একাধিক চমৎকার আয়োজন নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আরটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে আমি আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত, ‘গোলটেবিল’, ‘কেমন বাংলাদেশ চাই, ‘আজ পত্রিকায়’-এর মতো জনপ্রিয় টকশো ছাড়াও ‘স্টার অ্যাওয়ার্ড’, ‘আলোকিত নারী পদক’, ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক’-এর মতো অনুষ্ঠান আরটিভিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চ্যানেলটিতে নতুন অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে ‘ড্যানিশ আরটিভি ইয়াং স্টার’, ‘ফোক স্টেশন’। ইসলামিক ট্যালেন্ট হান্ট খুঁজে নেওয়ার প্ল্যাটফর্মও করেছে চ্যানেলটি। এ ছাড়া জনপ্রিয়তা পেয়েছে ‘গর্বিত বাবা’ অনুষ্ঠানটিও।
এ ছাড়াও অটিজমবিষয়ক অনুষ্ঠান—হাত বাড়িয়ে দিলাম, ফ্যাশন ও লাইফস্টাইলবিষয়ক অনুষ্ঠান লুকমিসহ আরও নানান অনুষ্ঠান দিয়ে বছরজুড়েই আলোচনায় পরিপূর্ণ ছিল আরটিভি। ঈদসহ ভিন্ন ধর্মের ও বিভিন্ন বিশেষ দিনকে ঘিরে প্রচার করা হয় জনপ্রিয় ও বৈচিত্র্যপূর্ণ নাটক ও অনুষ্ঠানমালা।
অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মেও আলোড়ন তৈরি করেছে আরটিভি। কোটি কোটি পাঠকের খবরের চাহিদা মেটাচ্ছে আরটিভি অনলাইন নিউজ। প্রতিদিন এই পোর্টালে দেশ-বিদেশের দেড় শতাধিক নিউজ আপ হচ্ছে। আরটিভি ফেসবুক পেইজ এরই মধ্যে ২ কোটি ১০ লাখ ফলোয়ারের মাইল ফলক অতিক্রম করেছে। আরটিভির ফেসবুক পেজ, আরটিভি ইউটিউব চ্যানেল, আরটিভি ড্রামা ইউটিউব, আরটিভি মিউজিক ইউটিউব এবং আরটিভি অনলাইন বর্তমানে দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
নিত্যনতুন প্রত্যয়ে ঝলমলে আগামীর জন্য আজকের হয়ে যুগ যুগ জেগে থাকবে আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক-শুভানুধ্যায়ীদের আবারও অভিনন্দন।
আরটিভি/ডিসিএনই
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে গণমাধ্যমের যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করতে ঢাকায় ‘বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের’ লোগো উন্মোচন করা হয়েছে। এর মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তিনটি সেশনে পৃথক তিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলাদেশ ব্যুরো।
দিনের শুরুতেই ক্লাবের লোগো উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে সিএমজি।
এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে চীনের গল্প আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের চীন সম্পর্কে জানা দরকার। আর এই জায়গায় মূল ভূমিকা রাখতে পারে সিএমজি।’
তিনি আরও জানান, গত কয়েক দশকে চীনের অভাবনীয় উন্নতি, আধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশে চীনা কোম্পানির বিনিয়োগ সম্পর্কে আরও বেশি তথ্য বাংলাদেশি মিডিয়ার তুলে ধরা উচিত।
পরে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্ক অব্যাহকভাবে স্থিতিশীল রয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। জাতি, বিশ্বাস ও ভাষার স্বাতন্ত্র্য সত্ত্বেও আমরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বজায় রেখেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ রিপোর্টার মুরসালিন নোমানি, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্টসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এই উদ্যোগের সফলতা প্রত্যাশা করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিশেষ ভিডিওবার্তা দিয়েছেন।
একই ভেন্যুতে দ্বিতীয় অনুষ্ঠানে বিকালে ‘চায়না থ্রু লিটারেচার’ শীর্ষক রাইটার্স ফোরাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশিদের কথা মাথায় রেখে চীনের কুনমিংয়ে হেলথ সার্ভিস ও পর্যটন সার্ভিস গড়ে তুললে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। কারণ বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যায়। চীনের সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে আরও সম্পর্ক উন্নত করতে পারি আমরা।’
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং বলেন, ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও ঐতিহ্য চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় আরও গভীর হবে।’
বাংলাদেশের বিশিষ্ট লেখক, প্রকাশক ও সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় চীন বিষয়ক বইয়ের তিন লেখককে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনে দুই দেশের লেখকদের মধ্যে বিনিময়, পর্যটন, কর্মশালা এবং অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন লেখক ও সাংবাদিক ড. মাহবুব হাসান, আবদুল হাই শিকদার, জাকির আবুজাফরসহ বিশিষ্ট লেখকরা।
সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য অডিয়েন্স’ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএমজি বাংলা আয়োজিত এই অনুষ্ঠানে সিএমজির দর্শক, শ্রোতা, পাঠক ও ফ্যানদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়া হয়। এ সময় সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়েসহ গণমাধ্যমটির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিএমজির বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত ও পরামর্শ জানান উপস্থিত দর্শকরা।
এ সময় গণমাধ্যমটির দর্শক, শ্রোতা ও পাঠকরা জানান, সিএমজি বাংলার অনুষ্ঠান দেখে তারা চীন সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ও অনুপ্রাণিত হয়েছেন। পরে দর্শকদের অভিমত শুনে ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দেন উপস্থিত সিএমজি বাংলার কর্মকর্তারা।
অনুষ্ঠানে দর্শক ছাড়াও চায়না মিডিয়া গ্রুপের মিডিয়া সহযোগী আরটিভি, দীপ্ত টিভি, বাংলাভিশন ও রেডিও টুডের উচ্চপস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ ও র্যাফেল ড্র প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
আরটিভি/এফএ
সাংবাদিক বশিরের ওপর হামলার ঘটনায় ডিআরইউ-র্যাকের উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণীর বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানসহ পত্রিকাটির সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ (র্যাক)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পৃথক বিবৃতি দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিআরইউর বিবৃতিতে বলা হয়েছে, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বশির হোসেন খান জানান, গত ২৫ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাংলামোটরে দৈনিক জনবানীর অফিসে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বিকেল সাড়ে ৪টার দিকে অফিসে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা বাংলামোটর প্লানার্স টাওয়ারের সামনে জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহসহ আমার কাছে চাঁদা দাবি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে ডিআরইউ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
র্যাকের বিবৃতিতে বলা হয়েছে, র্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বশির হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) সদস্য, দৈনিক জনবাণীর বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে র্যাক।
আরটিভি/এসএপি-টি
ইআরএফের সভাপতি মালা, সাধারণ সম্পাদক কাশেম
দেশের অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ সাল মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
নির্বাচন পরিচালনা পর্ষদ জানা সূত্রে জানা গেছে, নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।
এছাড়া ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মোহাম্মদ আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।
অন্যান্যের মধ্যে সহ সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাছির ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর হোসেন পেয়েছেন ৬৫ ভোট। অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতির মো. আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম নূর পেয়েছেন ৮১ ভোট। দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী ছিলেন না। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সকাল সন্ধ্যা ডট কমের শেখ সাফায়েত হোসেন।
এ ছাড়া চারটি সদস্য পদে নিউ এজের এ এস এম মঈনুল হক (নির্বাচনে সবচেয়ে বেশি ১২৭ ভোট পেয়েছেন তিনি), জাগো নিউজের ইব্রাহিম হোসেন (৯৭ ভোট), ফ্রিল্যান্স সাংবাদিক কায়েস মোহাম্মদ সোহেল (১০৭ ভোট) ও আজকালের খবরের মো. জাকির হোসেন (১০৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরটিভি/কেএইচ
সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সব ‘প্রবেশ পাস’ বাতিল
অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে বেসরকারি সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হয়েছে। এমনকি অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে সাংবাদিক প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাশ (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাশ ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ ধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন।
আরটিভি/কেএইচ