ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জনকণ্ঠে ইউনিট চিফ রাজন ভট্টাচার্য ও ডেপুটি ইউনিট চিফ পলাশ চন্দ্র দাস পুনর্নির্বাচিত

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:০৭ পিএম


loading/img
রাজন ভট্টাচার্য ও পলাশ চন্দ্র দাস

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জনকণ্ঠ ইউনিট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য ইউনিট চিফ এবং পলাশ চন্দ্র দাস ডেপুটি ইউনিট চিফ পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার জনকণ্ঠ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব ঠিক করা হয়। আগামী দুই বছর নব নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা ধ্রুব।

২০১৮ সালের ২৫ মে জনকণ্ঠ ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে জনকণ্ঠের সাংবাদিক, কর্মচারী সকলেই উপস্থিত ছিলেন। ইউনিট চিফ হিসেবে রাজন ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন সিনিয়র রিপোর্টার বিভাষ বাড়ৈ। এই প্রস্তাব সকলে সমর্থন করেন। ডেপুটি ইউনিট চিফ হিসেবে পলাশ চন্দ্র দাসের নাম প্রস্তাব করেন সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না, এতে সকলেই সমর্থন জানান।

বিজ্ঞাপন

নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের বার্তা সম্পাদক এম এ হামিদুজ্জামান, ফিরোজ মান্না, বিভাষ বাড়ৈ, মিথুন আশরাফ, গাফফার খান চৌধুরী প্রমুখ।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |