• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনা সংক্রমণের বিস্তার রোধে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০২০, ১৪:১৫
করোনা সংক্রমণের বিস্তার রোধে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে ৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেস ক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সৌদি আরবসহ মুসলিমপ্রধান দেশগুলো মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আজানের একটি লাইনও বদলে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘বাড়িতে নামাজ আদায় করুন।’

এছাড়া বন্ধ করা হয়েছে বিপণী বিতান, এয়ারপোর্ট, বাস ও রেল স্টেশন, সমুদ্রবন্দর, সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণের প্রলোভনে ঢাকায় ৩ শতাধিক নারী-পুরুষ, বাসসহ ৭ গাড়ি জব্দ
জাতীয় প্রেস ক্লাবে ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত
সৌদি আরবে মঞ্চ মাতাবেন জেমস
জমজমের পানি পানে নতুন নির্দেশনা