স্পেনে প্রদর্শিত হলো ‘মুজিব: একটি জাতির রূপকার’
স্পেনে প্রদর্শিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মাদ্রিদের অভিজাত এমকে-টু পালাসিও দে ইয়েলো প্রেক্ষাগৃহে বায়োপিকটি প্রদর্শিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের মধ্যে সর্বপ্রথম স্পেনেই বায়োপিকটি জনসাধারণের সামনে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগাল পরিচালিত বায়োপিকটি দেখতে প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক জড়ো হয়। যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে নিযুক্ত ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, তিউনিসিয়া, সেনেগাল, সুদান, মালি, গাম্বিয়া ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ অতিথিদের স্বাগত জানান।
প্রদর্শনীর আগে সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুর জীবনালেখ্য সমার্থক, অভিন্ন ও অবিচ্ছেদ্য। বায়োপিকটি বাঙালি জাতির মুক্তি, স্বাধীন বাংলাদেশের বিজয়দীপ্ত অভ্যুদয় ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের লক্ষ্যে নিবেদিত স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামমুখর মহাকাব্যিক জীবন ও অপরিসীম আত্মত্যাগের এক সত্যনিষ্ঠ ও অনবদ্য রূপায়ণ।
বায়োপিকটি প্রদর্শনীর পূর্বে স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ কে পাটনায়েক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
আমন্ত্রিত দর্শক-শ্রোতারা বায়োপিকটির প্রশংসা করেন। তারা জাতির পিতা ও বঙ্গমাতার অমর স্মৃতির উদ্দেশ্যে অকুণ্ঠচিত্তে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ৩১ মে বার্সেলোনার স্বনামধন্য প্রেক্ষাগৃহ সিনেমেস জিরোনায় বায়োপিকটি প্রদর্শিত হয়।
মন্তব্য করুন