কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ নিহত ৭
কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী, বাকি পাঁচজন ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন ভারতীয়। খবর গালফ নিউজের
মঙ্গলবার (৯ জুলাই) প্রতিবেদনে জানানো হয়, ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি বাসে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি সেভেনথ রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়।
নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন- কুমিল্লার আলি হোসেনের ছেলে মো. হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।
নিহত ভারতীয়রা হলেন, বিহারি লাল, বক্কর সিং, বিক্রম সিং, দেবেন্দর সিং এবং রাজকুমার কৃষ্ণস্বামী। দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিক সুরেন্দ্রন, বিনু মনোহরন এবং গুরুচরণ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যে সময় দুর্ঘটনা ঘটে তখন মিনিবাসটিতে ১০ জন ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন