• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

আমিরাতে স্কুল বাস উল্টে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

এসএম শাফায়েত, ইউএই প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০২৪, ১৩:৫৬

গ্রীষ্মের ছুটি শেষে বন্ধুদের সঙ্গে স্কুলে ফিরছিল আট বছর বয়সী শিশু সায়ান। হাসিঠাট্টা আর খেলার ছলে কাটছিল সময়, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল চিরচেনা স্কুল বাসটি। হঠাৎ ঘটলো বিপত্তি। বাস উল্টে সায়ানদের আনন্দের স্কুল যাত্রা বদলে গেলো শোকে।

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুলছাত্র সায়ান। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড় সন্তান। ফুটফুটে সায়ানের এই মৃত্যুতে তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশ ভ্রমণ শেষে ১৬ আগস্ট আমিরাতে ফিরে আসে। ছুটি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুল খোলা হলে বাসে করে অন্যান্য শিক্ষার্থীদের মতো সায়ান ও সাইফান দুই ভাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা এবং চালকের অমনোযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থীর সবাই এশিয়ান নাগরিক ছিল। সায়ানের ছোট ভাই সাইফানসহ মোট ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সন্তানহারা পরিবারটি শোকস্তব্ধ হয়ে পড়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতের রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূসের চিঠি
যে কারণে চট্টগ্রামের বিমান ঢাকায় অবতরণ
আমিরাতে ঋণের দায়ে প্রবাসীর আত্মহত্যা
দেশে ফিরলেন রাষ্ট্রপতি