• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন

আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগাল প্রতিনিধি:

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২

পর্তুগালের বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ লায়লা মুনতাজেরী দীনা, দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর প্রামাণ্যচিত্র ’আধার পেরিয়ে’ প্রদর্শিত হয়।

আলোচনা পর্বে উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা, কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ছাত্র ও সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং লাল-সবুজের পতাকা আমাদের ত্যাগের গৌরবগাথা। তিনি আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস- এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা, প্রশাসন, নিরাপত্তা, নির্বাচন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের সর্বোচ্চ কল্যাণ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি ২০২৪ সালের জুলাই-আগষ্টের অভ্যুত্থানের আত্মত্যাগকারী ছাত্র-শ্রমিক-জনতা যে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা এনে দিয়েছেন, সেই আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশনা ছিল বিজয় দিবস উদযাপনের অন্যতম বিশেষ আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি স্কটল‍্যান্ড শাখার বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস জাতীয় নাইন বলে চ্যাম্পিয়ন সাগর
বাহরাইনে বিজয় দিবস উদযাপন
পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন