যুক্তরাষ্ট্রে নজরুল মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেলো নজরুল একাডেমী অব ইউএসএ’র একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। শুধু শিশু-কিশোর আর নতুন প্রজন্মকে নিবেদন করা এমন একটি অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। গত সেপ্টেম্বর মাসে নজরুল একাডেমী আয়োজন করেছিল সারাদিনব্যাপী একটি সার্থক নজরুল মেলার। সেই মেলায় শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠিত হয় আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতার। সেই সব প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণের উদ্দেশ্যেই এই স্বতন্ত্র অনুষ্ঠানটির আয়োজন।
শুরুতেই হল ভর্তি দর্শকদের উদ্দেশ্যে নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার শাহ আলম দুলাল অনুষ্ঠানটির পরিচিতি ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির নির্মাণে সুঠাম গাঁথুনির ভিত থাকায় কোনও অতিরিক্ত সময় ক্ষেপণের কারণ ছিল না। এতে দর্শকমণ্ডলী নিবিষ্ট মনোযোগে অনুষ্ঠানটি উপভোগ করতে পেরেছেন।
---------------------------------------------------------------
আরো পড়ুন: আমিরাতে দুটি বাংলাদেশি স্কুলে জেএসসি পরীক্ষা শুরু
---------------------------------------------------------------
দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল ২৫ জন বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার (ক্রেস্ট) বিতরণ এবং উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ। পুরো এই পর্বটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।
প্রায় ৪৫ জন প্রতিযোগীর মধ্যে পর্যায়ক্রমে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করতে মঞ্চে আসেন মুত্তালিব বিশ্বাস, মহিউদ্দীন ওমর, আলী এ শিকদার, কিউ জামান, সাহিদা আরবি, আজিজুল হক মুন্না, রুমা আলম, আলী সাইয়েদ টিপু হাফিজা বেগম, রোখশান আরা, মোহাম্মদ নজরুল ইসলাম ও রাগীব আহসান।
এ
মন্তব্য করুন