দুবাইতে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল সব বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ
কোভিড-19 এর প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব বেসরকারি খাত এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
তবে ফার্মেসি, কোপারেটিভ সোসাইটি, গ্রোসারি স্টোর এবং সুপার মার্কেটসহ খুচরা খাদ্য বিক্রয় কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার কথা জানিয়েছেন দুবাই ইকোনমিক্স ডিপার্টমেন্ট(ডিইডি) তবে এতে বিক্রেতার ৩০ শতাংশের বেশি থাকতে পারবে না।
এবং ক্রেতাদের সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুযায়ী দুই মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুবাই বেসরকারি খাতের ৮০% কর্মচারীদের ৯ এপ্রিল পর্যন্ত বাসায় থেকে কাজ করার নির্দেষ দেয়া হয়েছে।
সি/
মন্তব্য করুন
চীনে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল
ফ্যাশন, প্রযুক্তি এবং সবুজ ধারণার মাধ্যমে আধুনিক পোশাক শিল্পের সাথে নতুন টেক্সটাইল কাপড়, উৎপাদন প্রক্রিয়া, সাংস্কৃতিক উপস্থাপনা, ডিজিটাল দৃশ্য এবং প্রযুক্তির নতুন অ্যাপ্লিকেশন গুলির একীকরণের লক্ষে চীনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল।
২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর সপ্তাহব্যাপী ফ্যাশন আর্ট ফেস্টিভ্যালটি জমকালোভাবে চলবে চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ক্লোথস প্যালেসে। ‘একীকরণ’ থিম নিয়ে ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে, চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন এবং চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। আয়োজনে সহায়তা করে, চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেডারেশন, চিয়াংশি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থা।
ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির প্রেসিডেন্ট শুয়ে চিয়াবাও, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লিয়াং পেংচেং, চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওয়াং ইং, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্তানের ভাইস প্রেসিডেন্ট নিক মাহেরান সহ দেশ-বিদেশের অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউনাইটেড কিংডম সহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক ছাত্রদেরকে ফ্যাশন আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন
কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক বাংলাদেশি ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহত আনোয়ার যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান।
এ ঘটনায় প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনকে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানে তদন্ত চলছে।
আরটিভি/এসএইচএম
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিং সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি (ই-পাসপোর্ট আবেদন ফি এমআরপি আবেদন ফি=অতিরিক্ত ফি, যেমন: ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক ছাত্র-ছাত্রীদের ৫ বছরের ৪৮ পাতার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১৯৬ রিঙ্গিত ১৪৫.০০ = আরএম ৫১.০০ অতিরিক্ত) জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
আরটিভি/একে
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন।
তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। উনার বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।
এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরটিভি/এমকে
মিশরে জাতিসংঘ প্রদর্শনীতে সিলেটের প্রকল্প উপস্থাপন
মিশরের নতুন রাজধানী নিউ কায়রোতে জাতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে 'বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন বাংলাদেশের (আশ) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
গত বুধবার ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF12) ১২তম অধিবেশন অংশগ্রহণকারী সংস্থা সমূহে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে সিলেটের গোয়াইন ঘাটের হাওড় অঞ্চলে নৌকায় স্থাপিত ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
জাতিসংঘের উদ্যোগে নিউ কায়রোর মিশর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশ সহ বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে পরিচিতির এক পর্যায়ে বরাবরের মতো বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই ওইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’।
২০০২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF) উদ্বোধনী অধিবেশনের পর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এই প্রথম বার আফ্রিকার আরেক দেশ মিশরে অনুষ্ঠিত ১২তম অধিবেশন।
গত সোমবার (৪ই অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জাতি সংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক অ্যানা ক্লাউডিয়া, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, অর্থমন্ত্রী আহমেদ কাউচৌক, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রানিয়া আল-মাশাত, স্থানীয় উন্নয়ন মন্ত্রী মানাল আওয়াদ, আবাসন মন্ত্রী শেরিফ এল-শেরবিনি ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সহ মিশরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকবৃন্দ।
আরটিভি/ ডিসিএনই
রমজানে খেজুর সিন্ডিকেট ভাঙতে চায় আশ ফাউন্ডেশন
ইফতারের প্রায় অনিবার্য অনুষঙ্গ খেজুর সাধারণ মানুষের কাছে ক্রয় মূল্য পৌঁছে দিয়ে বেআইনি চক্র ও সিন্ডিকেট ভাঙতে চায় বাংলাদেশের মানবিক সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ) ।
মিশরের বিভিন্ন খেজুর বাগান থেকে সরাসরি খেজুর ক্রয় করে তার সাথে শুধু পরিবহন ও ট্যাক্স যোগ করার পর প্রতি কেজিতে যে মূল আসবে কোন মুনাফা ছাড়াই ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে খেজুর পৌঁছে দিতে চায় সংস্থাটি। ইতোমধ্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মিশর এসে বিভিন্ন খেজুর বাগান ও স্থানীয় খেজুর ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্দু-বাংলায় বসে এক সাক্ষাৎকারে আরটিভি প্রতিনিধিকে প্রকৌশলী নাসির উদ্দিন জানান, কিছুদিন আগে দেশে যখন শাক-সবজির দামে নাভিশ্বাস উঠেছিল ভোক্তাদের, তখন মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা সরাসরি কৃষক থেকে শাক-সবজি ক্রয় করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়েছি ক্রয় মূল্যে। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট পুকুর পাড়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে শাক-সবজি বিক্রয় দেখে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মানবিক সংগঠন আমাদের অনুসরণ করে। আর এ সকল ভ্রাম্যমাণ দোকানে সাশ্রয়ী দামে সবজি কিনতে ভিড় করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। এতেই ভেঙে পরে দেশের সবজি সিন্ডিকেট।
এবার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন রমজানে আমরা পরিক্ষামূলকভাবে ক্রয়মূল্য খেজুর পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে। প্রথমে বিভিন্ন জাত ও দামের কয়েক টন খেজুর নিয়ে পরিক্ষামূলকভাবে কাজ শুরু করব। যদি সাধারণ মানুষের সাড়া পাই, তা হলে দেশের বিভিন্ন জেলায় এর প্রসার ঘঠাব। একজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সহযোগিতা।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। মিশর থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ও ASH Foundation USA INC. এর চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান রয়েছে। এ ছাড়াও প্রবাস ফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে চলমান আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।
মিশরে শীতকালীন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রদূত সামিনা নাজ
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হলো শীতকালীন প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ফারাও ফুটবল কিংবদন্তি মোহাম্মদ সালাহর দেশটির সাধারণ মানুষের কাছে অপরিচিত খেলা এই ক্রিকেট ম্যাচটি ছিল মিশরে এযাবত কালের সবচেয়ে বড় একটি ক্রিকেট আয়োজন।
শনিবার (৯ নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিখ্যাত আল- আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ উর্দ্ধতন কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল ১১টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুটি দল রয়েল চ্যালেঞ্জার্স দাররসা বনাম রয়েল অ্যালায়েন্স।
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সেবামূলক ছাত্রসংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের আয়োজনে ফাইনাল ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৭৫ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা। দাররাসার হয়ে ২৭ বলে ৩৩ রান নিয়ে সর্বোচ্চ রান করেন প্রিন্স মাহমুদ (২১)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পাওয়ার প্লে-তে রয়েল অ্যালায়েন্স এর ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং করে। রয়েল অ্যালায়েন্স এর ক্যাপ্টেন এবং ওপেনার তামিম উদ্দিন (২৩) ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর ধীরে ধীরে ম্যাচ রয়েল চ্যালেঞ্জার্স দাররাসার দিকে ঝুঁকে যায়।
টানটান উত্তেজনা ম্যাচটিতে দুই ওভারে রয়েল এলাইন্সের প্রয়োজন ছিল ২৫ রান এবং শেষ বলে ২ রান। গ্রুপের ব্যাটসম্যান জিহাদুল ইসলাম (২৩) এর ঝলকে শেষ বলে ৪ মেরে চ্যাম্পিয়ন হয় রয়েল অ্যালায়েন্স এবং রানার্স আপ হয় রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা।
টুর্নামেন্টটিতে ১৫১ রান এবং সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়: রয়েল অ্যালায়েন্সের অলরাউন্ডার এবং ক্যাপ্টেন তামিম উদ্দিন (২৩)।
ফাইনাল ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলাউদ্দিন মুহাম্মদ ইমামসহ আল-আযহারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্রনেতাসহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিপুল পরিমাণ মিশরীয় দর্শক।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ উপস্থিত আল-আজহারের অন্যান্য কর্মকর্তারা।