• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পবিত্র হজের প্রাক-নিবন্ধন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১২
hajj pre-registration timeline extended till 30 september, rtvonline
সংগৃহীত

আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের প্রাক নিবন্ধন ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। চূড়ান্ত নিবন্ধন করেও করোনার জন্য যারা এ বছর হজে যেতে পারেননি, তারা আগামী বছরে অগ্রাধিকার পাবেন। আর যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন, আগামী বছর হজে যেতে চাইলে তাদেরও প্রাক নিবন্ধন করতে হবে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রাক নিবন্ধনের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সৌদির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, চলতি বছর এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালন করার কথা ছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন।

কিন্তু করোনার কারণে তাদের কেউই হজে যেতে না পারায় সরকার ঘোষণা দিয়েছিল যে, কেউ চাইলে টাকা ফেরত নিতে পারবেন। অনেকেই তাদের নিবন্ধন বাতিল করে টাকাও ফেরত নিয়েছে। তবে বাকিরা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর সীমিতাকারে হজ আয়োজন করা হয়। নির্ধারিত সংখ্যক সৌদি নাগরিক এবং দেশটিতে আগে অবস্থান করা বিদেশিরা এবারের হজে অংশ নেয়ার সুযোগ পান।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজকে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ সেপ্টেম্বর)
জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ৩০ সেপ্টেম্বর শুরু
আজ থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু