• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

নবমীর দিনেই দশমীর তিথি, একদিন আগেই ফিরছেন দুর্গা

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১০:৪৬
ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। তিথি অনুসারে এবার দশমী পূজাও মহানবমীর দিনেই শনিবার (১২ সেপ্টেম্বর) পড়েছে। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষ হওয়ার পরই শুরু হয় দশমী বিহিত পূজা ও পরে দর্পণ বিসর্জন। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকছে ভোগ আরতি।

দেবী দুর্গার বিদায়ের সুরে এরইমধ্যে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। দেবীকে প্রাণ ভরে দেখে নিতে সকাল থেকেই ভিড় রয়েছে ভক্তদের।

নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল। এদিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে দেওয়া হয় আহুতি।

৮টা ২৬ মিনিটে শুরু হয় দশমী পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই ঘোটকে চেপে কৈলাসে ফিরবেন দুর্গা। শেষবেলায় তাই দেবীর কাছে সুখ-শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা ভক্তকুলের।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ
মাকে ছাড়া পূজায় ভালো নেই পূজা চেরি
দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের বাণী
পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, রাতে নদীতে মিলল ২ শিশুর মরদেহ