• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ব্রুনাই সরকারের ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হলেন কারি আহমাদ বিন ইউসুফ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ২৩:০০

বাংলাদেশের বিশিষ্ট কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারিকে সম্মাননা দিলেন ব্রুনাই এর বাদশাহ সুলতান হাসানাল বলকিয়াহ।

গতকাল বৃহস্পতিবার রাতে এই সম্মাননা দেওয়া হয়।

ব্রুনাই সরকারের আমন্ত্রণে দেশটির সরকার কর্তৃক আয়োজিত ৬০তম ক্বিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি কারি ইউসুফ ব্রুনাই যান। কোন বাংলাদেশি কারি এই প্রথম এই ক্বিরাত প্রতিযোগিতার বিচার হওয়ার গৌরব আর্জন করেন।

সফরকালীন তিনি ব্রুনাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এছাড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্রুনাই এর বাদশাহ সুলতান হাসানাল বলকিয়াহর উপস্থিতিতে উদ্বোধনী কুরআন তিলাওয়াত করেন কারি ইউসুফ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্স সহ ও মন্ত্রিপরিষদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে সুলতান হাসানাল বলকিয়াহ শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারিসহ বিচারকদের সম্মাননা প্রদান করেন।

এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজান শুরুর তারিখ ঘোষণা করল ব্রুনাই