লাইলাতুল কদরের রাত
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত পবিত্র ‘লাইলাতুল কদর’। মহিমান্বিত এ রাত মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। ২০ রমজানের পর যেকোনেও বিজোড় রাতে কদর হতে পারে। তবে বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা ২৬ রমজান দিবাগত রাত এ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকেন। এই বছর ২৬ রমজান মোতাবেক ২০ মে বুধবার দিবাগত রাত লাইলাতুল কদর পালিত হবে।
মর্যাদার এ রাতটি প্রতি বছর দেশের সব মসজিদে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে পালন করা হয়। তবে এবারের চিত্রটা ভিন্ন। করোনাভাইরাসের মহামারি কারণে অনেকটা স্বল্প পরিসরে পালিত হবে। রাষ্ট্রীয় বিধি-নিষেধ ও নিরাপত্তা বিবেচনায় ঘরে ঘরেই ইবাদতে মশগুল থাকবে মুমিনরা।
রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ধর্মপ্রাণ মুসলমানরা বুধবার দিবাগত রাতে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকবেন।
এই রাতে মুসলমানগণ তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মোনাজাত করে থাকেন।
ওয়াই
মন্তব্য করুন