গুগল ড্রাইভের ট্র্যাশে থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে
গুগল এবার ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে। আগামী অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি স্থায়ী হবে না। প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল আপনাআপনি ডিলিট হবে।
ইতোমধ্যে গ্রাহকদের এ বিষয়ে বার্তা দিচ্ছে। গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম সংরক্ষিত থাকতো। ব্যবহারকারী চাইলে আগে ডিলিট করতে পারতেন। তবে এখন থেকে ২৫ দিনের মধ্যে ডিলিট আইটেম ফেরত না আনলে তা আপনাআপনি গায়েব হয়ে যাবে।
শিগগিরই গ্রাহকরা নতুন এই পদ্ধতিতে অভ্যস্ত হবেন। তবে ড্রাইভে সংরক্ষিত অন্যান্য তথ্য আগের মতোই নিরাপদে থাকবে।
সূত্র- ইন্ডিয়া টুডে
জিএ
মন্তব্য করুন
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার
বিশ্বের সব চেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার আরও এক নতুন ফিচার যোগ হলো। এখন থেকে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ট্রানস্ক্রাইব করতে পারবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ফোনেই কাজ করবে ফিচারটি।
হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট থেকে জানা যায়, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। যিনি মেসেজটি পাবেন শুধু তিনি ট্রান্সক্রিপ্ট ফিচার অ্যাক্সেস করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। একবার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ টেক্সটে ট্রানস্ক্রাইব হয়ে যাবে।
যেভাবে অন করবেন হোয়াটসঅ্যাপ ভয়েস ট্রানস্ক্রাইব ফিচার:
হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে ক্লিক করুন
তারপর চ্যাট অপশনে ট্যাপ করুন
এখানে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন
এবার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তারপর ট্রাবস্ক্রাইবে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ট্রান্সক্রিপ্ট তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। অসমর্থিত ভাষা, অচেনা শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে ট্রান্সক্রিপ্ট অনুপলব্ধ দেখাতে পারে স্ক্রিনে।
বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে - অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ। আইওএস ভার্সনে ভাষার সংখ্যা বেশি।
আরটিভি/এফআই
২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করার কারণ জানাল মেটা
২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্লাটফর্ম মেটা। এসব অ্যাকাউন্ট ডিলিট করার কারণও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য পিগ বুচারিং কেলেঙ্কারি মোকাবিলা করা। কেননা, অনলাইনে প্রতারকরা নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রথমে বিভিন্ন অ্যাপের সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন অনেকেই। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এমনকি ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে ব্যাংক থেকে অর্থও চুরি করে তারা। আর তাই অনলাইনে পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে।
২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে বিশ্বে অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছেন তারা। গত ২ বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে বিশাল একটি গ্রুপ রয়েছে এর পিছনে। অবশেষে এই কেলেঙ্কারি বন্ধে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট ডিলিট করল মেটা।
এই বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। অনলাইনে পরিচিত হওয়া কোনো ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য, কোনো ছবি বা ভিডিও পাঠানো থেকে সতর্ক থাকতে হবে। প্রতারকরা এসব ছবি ও ভিডিও কাজে লাগিয়ে পরবর্তী সময়ে ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। কোনো ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি।
আরটিভি/এএ
কিউআর কোড স্ক্যানে বাড়ছে বিপদ, প্রযুক্তিবিদের নানা পরামর্শ
ডিজিটাল যুগে আমরা কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের সঙ্গে পরিচিত। প্রতিদিন নানান কারণে আমরা কিউআর কোড ব্যবহার করি। এটা মূলত এক ধরনের বারকোড, যার ভেতরে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে।
স্মার্টফোন বা কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে ওই তথ্যগুলো দেখা যায়। যেমন রেস্তোরাঁর মেন্যু ও ফোন নম্বর দেখা, ওয়াই-ফাই কানেক্ট কিংবা অ্যাকাউন্ট লগইন করাসহ নানান কাজে বিভিন্ন স্থানে এখন ব্যাপকভাবে কিউআর কোড ব্যবহার হয়।
সময়ের সঙ্গে জনপ্রিয়টা পাচ্ছে কিউআর কোডের ব্যবহার কিন্তু অনেকেই কোড স্ক্যান করার সময় খুব একটা সতর্ক থাকেন না; যা থেকে হতে পারে বিপদ। কিউআর কোডগুলোও নকল করা যায়, যা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। তাই কোড স্ক্যান করার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। মেক ইউজ অবের এক প্রতিবেদনে প্রযুক্তিবিদরা সতর্ক থাকতে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে বলেছেন।
কোডের দিকে নজর দিন: কোনো কিছু খেয়াল না করে স্ক্যান করা যাবে না। প্রথমে দেখুন কোনো স্টিকার পুরোনো কিউআর কোডের ওপর লাগানো হয়েছে কিনা, যা প্রায়ই প্রতারণার ক্ষেত্রে হয়। প্রতারকরা স্টিকার ব্যবহার করে আসল কোডের ওপর তাদের নকল কোড লাগাতে পারে। যদি দেখেন কিউআর কোডটি প্রিন্ট করে কোনো পৃষ্ঠায় লাগানো তাহলে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সহজে পৌঁছানো যায় এমন স্থান, যেমন পার্কিং লট বা ব্যস্ত রেস্তোরাঁয় বেশি মনোযোগ দিতে বলছেন বিশেষজ্ঞরা। কারণ, এ ধরনের জায়গায় প্রতারণার সুযোগ থাকে।
সোর্স নিশ্চিত হতে হবে: যদি কিউআর কোড দেখে মনে হয় এটি নকল, তবে প্রশ্ন করে বিষয়টা আগে জেনে নিতে হবে। অনলাইনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে হ্যাকাররা নকল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা ফিশিং ইমেইল পাঠাতে পারে। আর তাই কিউআর কোডের সোর্স যেমন প্রেরকের ইমেইল বা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে হবে। যদি ভুল বা অস্বাভাবিক মনে হয়, তবে কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। এ ছাড়া যদি ব্র্যান্ডিংয়ে ব্যাকরণগত ভুল ও বানান ভুলে চোখে পড়ে, তাহলে কিউআর কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এসব লক্ষণ স্ক্যামের অংশ হতে পারে।
ইউআরএল পরীক্ষা: কিউআর কোড স্ক্যান করার আগে ইউআরএল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। প্রকৃত ব্যবসাগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখেই ডোমেইন নাম ব্যবহার করে। যদি ইউআরএল অস্বাভাবিক মনে হয়, তাহলে ক্লিক না করাই ভালো। প্রয়োজনে লিংকটি নিরাপদ কি না, তা পরীক্ষার জন্য অনলাইন টুল ব্যবহার করা উচিত।
অনুমতি চাইলে, যদি কিউআর কোড স্ক্যান করার পর এবং এটি আপনার পরিচিতি, বার্তা, ক্যামেরা বা অবস্থানে অ্যাক্সেস দেয়ার জন্য অনুরোধ করে তাহলে সাবধান। কারণ, কিউআর কোড এই বিষয়গুলো কখনো জানতে চাইবে না।
আরটিভি/এএ-টি
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর
সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্লাটফর্ম মেটা। মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার; যা মেসেঞ্জার নামেই বেশি পরিচিত। এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন একগুচ্ছ ফিচার আনছে মেটা।
মেটা মেসেঞ্জারে অ্যাপটিতে এইচডি ভিডিও কল ফিচার যুক্ত করেছে যাতে রয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যানসেলেশন। এটি ব্যবহারকারীদের একটি পরিষ্কার, উচ্চমানের কলের অভিজ্ঞতা প্রদান করে।
ফেসবুক মেসেঞ্জারে ওয়াইফাইয়ের মাধ্যমে করা কলগুলোর জন্য ডিফল্টরূপে এইচডি চালু থাকবে, তবে মোবাইল ডেটা কলের জন্য এটি ম্যানুয়ালি চালু করতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন এবং ভয়েস আইসোলেশনের মতো উভয় বৈশিষ্ট্যই কল সেটিংসের মাধ্যমে চালু করা যেতে পারে।
আপনার বন্ধু ফোনের উত্তর না দিলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তাও ড্রপ করতে পারেন। এতে আপনাকে শুধু অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজে ট্যাপ করতে হবে।
মেসেঞ্জার শিগগিরই ভিডিও কলগুলোতে এআই ব্যাকগ্রাউন্ডও ফিচার যুক্ত করতে চলেছে যা আপনার কলগুলোকে আরও ভালো করে তুলবে। আপনি যদি একজন অ্যাপল ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেখানে আপনি এখন আইওএস-এ মেসেঞ্জার কল করতে এবং বার্তা পাঠানোর জন্য আপনাকে সাহায্য করতে সিরিকে বলতে পারেন।
আরটিভি/এএ-টি
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
জনপ্রিয়তার শীর্ষে আছে টেক জায়ান্ট মেটার মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
অনেকেই হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু সব গ্রুপে অ্যাকটিভ থাকার মতো সময় নেই। এমনটা প্রায়ই হয়। তাদের জন্য সুখবর রয়েছে। গ্রুপের মধ্যে যোগাযোগ বাড়াতে নতুন ফিচার আনতে চলেছে মেটা। এতে গ্রুপের সব তথ্য ইউজারের হাতের মুঠোয় থাকবে। সবকিছু মিলবে সহজেই।
কী এই ফিচার? এর নাম ‘গ্রুপ মেনশন ফিচার’। ইউজাররা এই ফিচারের সাহায্যে এখন স্ট্যাটাস আপডেটে পুরো গ্রুপ চ্যাট দিতে পারবেন। ফলে সহজেই তথ্যের আদান প্রদান করতে পারবে অ্যাকটিভ গ্রুপগুলো। গ্রুপ সদস্যদেরও সুবিধা হবে। এমনটাই জানিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই ফিচার অ্যানড্রয়েড বিটা টেস্টারদের জন্য রোল আউট করা হয়েছে। এতে স্ট্যাটাসে গ্রুপ চ্যাট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ইউজারকে। সঙ্গে সঙ্গে গ্রুপের মেম্বারদের কাছে নোটিফিকেশন যাবে। পাশাপাশি ব্যক্তিগত চ্যাটে মেসেজও। অবশ্য সাধারণ ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
গ্রুপে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা, মেসেজ বা ইভেন্টের কথা জানানো হলেও অনেক মেম্বারেরই নজর এড়িয়ে যায়। তখন আলাদা আলাদা করে সবাইকে বলতে হয়। এই ফিচারের ফলে ম্যানুয়ালি জানানোর আর প্রয়োজন পড়বে না। একসঙ্গে সব মেম্বারই গুরুত্বপূর্ণ আপডেট বা ঘোষণা জেনে যাবেন।
এখানেই শেষ নয়। এই ফিচারের আরও সুবিধা রয়েছে। স্ট্যাটাস দেখার জন্য নির্দিষ্ট কনট্যাক্টের প্রাইভেসি সেটিংসও বদলাতে হবে না। গ্রুপে উল্লেখ করার সঙ্গে সঙ্গে সেই গ্রুপের সমস্ত সদস্য স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন, এমনকি যারা গ্রুপ চ্যাট মিউট করে রেখেছেন তারাও। ফলে সমস্ত সদস্যের কাছে এমনকি যারা অ্যাকটিভ নন তাদের কাছেও গ্রুপের সমস্ত তথ্য পৌঁছে যাবে।
‘গ্রুপ মেনশন ফিচার’-এর পাশাপাশি ডায়রেক্ট মেসেজ বা ডিএম-এর জন্য নতুন ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের নাম ‘কাস্টম লিস্ট’। এর মাধ্যমে ইউজার তাদের কনট্যাক্টগুলোকে কাস্টমাইজড করতে পারবেন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করার সুযোগ থাকছে। এর ফলে ইউজারের ইনবক্স গোছানো থাকবে। নির্দিষ্ট কোনো কনট্যাক্ট খুঁজে বের করতে বিশেষ পরিশ্রম করতে হবে না।
আবার যে সব কনট্যাক্টের সঙ্গে নিয়মিত চ্যাট বা গুরুত্বপূর্ণ কথোপকথন হয়, সেগুলোকেও আলাদা করে রাখতে পারবেন ইউজার। দরকারের সময় খুঁজে পেতে সুবিধা হবে। ঘাঁটাঘাঁটি করতে হবে না। সহজেই কাজ করতে পারবেন। এতে যেমন ইউজারের পরিশ্রম তেমনই সময়ও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া একটি সাব ডোমেইন ওয়েবসাইট (www.ssl.du.ac.bd) হ্যাক হয়েছে। এটি হ্যাক করে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে হ্যাকাররা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এই ওয়েবসাইটটি হ্যাক হয় বলে জানান শিক্ষার্থীরা। তবে নির্দিষ্ট সময় জানা যায়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর ‘Ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে ঢুকলে শুরুতেই কালেমা লেখা দেখাচ্ছে।
সেখানে একটি বার্তা দেওয়া হয়েছে। এতে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।
এতে বাংলায় লেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তারা আরও লিখেছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনও দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।
নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়।
#banISKCON
#banProthomAlo
#justiceshouldbeserved
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশাকে জানালে তিনি তাৎক্ষণিক আইসিটি সেলের পরিচালককে জানাচ্ছেন বলে জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার এবং অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমেদকে কল দিয়ে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।
আরটিভি/কেএইচ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদে জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এর প্রতিবেদনে জানা গেছে, ড্রাইভে একটি গুরুত্বপূর্ণ ফিচার আনছে গুগল। এই ফিচারটির নাম ‘প্রাইভেসি স্ক্রিন’। এটি মূলত নতুন করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনছে। এর আগে এই ফিচারটি বহু আগে আইওএস ব্যবহারকারীরা পেয়েছে।
সম্প্রতি গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড ভার্সনের (2-24-467-3) APK টিয়ারডাউন করে দেখা গেছে, প্রাইভেসি স্ক্রিন নামে একটি ফিচারের কথা উল্লেখ রয়েছে। যদিও এই ২০২০ সাল থেকেই আইওএস ভার্সনে এই ফিচার রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ফিচারটি সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। ডেটা ওয়েব ব্রাউজার, অন্য অ্যাপের মাধ্যমে এখনও অ্যাক্সেস করা যেতে পারে। তবে আইওএস ভার্সন প্রকাশের সময় গুগল জানিয়েছিল, এই ফিচার নোটিফিকেশন সুরক্ষিত করতে পারবে না।
যে কারণে এই ফিচার গুরুত্বপূর্ণ
ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে প্রচুর সংবেদনশীল ফাইল সংরক্ষণ করতে পারে। এই ফিচার তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ফিচার ফোন আনলক থাকলেও অ্যাপ অ্যাক্সেসে বাড়তি নিরাপত্তা দেবে।
বিশেষ করে শিশুদের ফোন ব্যবহার করার সময় এই ফিচার বেশি কার্যকর ভূমিকা রাখবে। যেহেতু স্টক অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন অ্যাপ লক নেই। তাই গুগল ড্রাইভে এই ফিচার অন্তর্ভুক্ত হলে এটি সব ব্যবহারকারীর জন্য সুবিধা।