• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাজারে এলো লিনেক্স মোবাইলের নতুন ফোর-জি স্মার্ট ফিচারফোন

আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬

বাজারে এসেছে লিনেক্স মোবাইলের নতুন ফোর-জি স্মার্ট ফিচার ফোন LX 4G (Touch & Type) । হ্যান্ডসেটটি মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর এবং এনড্রয়েড ওএস দিয়ে তৈরি, যা নিশ্চিত করছে সর্বোচ্চ গুণগত মান এবং Smooth User Friendly UI। গ্রাহক আরও পাচ্ছেন ১৮০ দিনের টাচ প্যানেল, ব্যাটারি ও চার্জার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ৩৬৫ দিন এলসিডি পরিবর্তন গ্যারান্টি এবং বিক্রয়ত্তোর সেবা।

সুন্দর আউটলুকের ৩.৫" ইঞ্চি টাচ ডিসপ্লের এই 4G হ্যান্ডসেটটি ডুয়েল সিমকার্ড সম্বলিত। অত্যাধুনিক এই 4G হ্যান্ডসেটটিতে থাকছে দারুণ সব ফিচার, 2GB RAM+16GB ROM, 128 GB SD Card Supported (SIM 2 Slot Used), 5MP Back+ 5MP Front Camera, 3300 mAh(Li-Po) Battery, Face lock, Wi-Fi, Hotspot, Facebook, WhatsApp (Video Calling Supported), YouTube, TikTok, Google Maps, Play Store সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করা হয়। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. নাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন লিনেক্স মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সাজ্জাদ হোসাইনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

নতুন ফোর-জি স্মার্টফোন প্রসঙ্গে লিনেক্স মোবাইলের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী মো. নাহিদুল ইসলাম জানান, গুণগত মান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট গুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারি সহ মোবাইল ফোনের পিসিবএ উৎপন্ন করা হচ্ছে।গুণগত মান সম্পন্ন ফোর-জি ফিচার সম্পন্ন এই প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় LX 4G হ্যান্ডসেটটির ডিজাইন করা হয়েছে। ফোর-জি এই হ্যান্ডসেটটি আধুনিকতার ছোঁয়া এবং ১০০% কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে যা ক্রেতা সাধারণকে দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে বিক্রি নিষিদ্ধ হলো পিক্সেলের ফোন
সিম ও চার্জ ছাড়াই এবার স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!
সাইবার হামলার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিরাট অংশ
গুগল লেন্সে যুক্ত হলো ভিডিও সার্চ সুবিধা