• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

তথ্য পাচার করছে মোদির অ্যাপ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ মার্চ ২০১৮, ১৮:৪১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল মোবাইল অ্যাপ থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে চলে যাচ্ছে। এমন খবর প্রকাশ হওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, গ্রাহকদের আরও ‘বেশি প্রাসঙ্গিক কন্টেন্ট’ দেয়ার জন্য তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

এলিয়ট এলডারসন ছদ্মনামের একজন নিরাপত্তা গবেষক শনিবার টুইট বার্তায় জানান, অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পার্টির হাতে চলে যাচ্ছে। যার ডোমেইন একটি আমেরিকান কোম্পানির মালিকানাধীন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেসবুক ব্যবহারে টাকা গুণতে হবে!
--------------------------------------------------------

এমন সময় এই ঘটনা সামনে এলো যখন ফেসবুক-ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছে।

ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন, হাই! আমার নাম নরেন্দ্র মোদি। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনি আমার অফিসিয়াল অ্যাপে সাইন আপ করবেন, আমি আপনাদের তথ্য আমেরিকান কোম্পানিতে আমার বন্ধুদের দিয়ে দিই।

এদিকে রাহুলের টুইটের জবাবে পাল্টা টুইট করেছে বিজেপি। তারা অভিযোগ করেছে, কংগ্রেস নেতা মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন:

এ/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব ভায়োলেন্সে মৃত্যু নিয়ে উদ্বেগ, পুলিশের বাড়তি সতর্কতা
‘সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’
সোশ্যাল মিডিয়া ব্যবহারহীন জীবনেই অভ্যস্ত হয়ে গেছি: সারিকা
সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই