• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ভুয়া খবর শনাক্ত করতে ফেসবুক টেকনিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১৫:০৪

অনলাইনে, বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ছবি ও ভুয়া খবরের উৎপাত বেড়েই যাচ্ছে। বাংলাদেশে সম্প্রতি হয়ে যাওয়া ছাত্র আন্দোলনকে ঘিরে নানা ধরনের গুজবসহ ভুয়া খবর ছড়ানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের হেল্প সেকশনে ফেসবুকে ভূয়া খবর চিহ্নিত করার জন্য কিছু টিপস দিয়েছে।

শিরোনাম নিয়ে সন্দিহান হোন

ভুয়া খবরের শিরোনামগুলোতে তাক লাগানো অবাস্তব কথাবার্তা থাকে। এইসব হেডলাইনের শেষে একটি বিস্ময়সূচক চিহ্ন থাকে।

ইউআরএল লক্ষ্য করুন

সন্দেহজনক ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানা দেখলে মূল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করা উচিৎ।

----------------------------------------------------------------------
আরও পড়ুন : গাড়ি চালকদের যে বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি
----------------------------------------------------------------------

খবরের সূত্র খেয়াল করুন

যে সূত্রে খবরটি আসছে সেটি কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা খুবই জরুরি।

বানান বা ফরম্যাটিং খেয়াল করুন

ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে বানান ভুল থাকে, খবরের ফরম্যাটে গণ্ডগোল থাকে।

ছবি লক্ষ্য করুন

ভুয়া খবরে ব্যবহৃত ছবি বা ভিডিওতে অনেক কারসাজি করা থাকে। সন্দেহ হলে যাচাই করা উচিৎ।

দিনক্ষণের দিকটি খেয়াল করুন

ভুয়া খবরগুলোতে অনেক সময় ঘটনার দিনক্ষণে পরিষ্কার অসঙ্গতি চোখে পড়ে।

প্রমাণ যাচাই করুন

লেখকের পরিচয় যাচাই করা উচিৎ। বেনামি সূত্রে লেখা কোনো সংবাদ নিয়ে সন্দিহান হতে হবে।

অন্য জায়গায় খবরের সূত্র যাচাই করে নিন

অন্য কোনো সংবাদ মাধ্যমে যদি সেই খবর প্রকাশিত না হয়, তাহলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল।

খবরটি হতে পারে কৌতুক

খবর কি আসল নাকি চমক অর্থাৎ কৌতুক সেটা বিবেচনা করা উচিৎ। যে সূত্রে খবর দেয়া হচ্ছে সেটি এই ধরণের কৌতুকপূর্ণ খবর ছড়ায় কিনা তা পরীক্ষা করা উচিৎ।

ইচ্ছে করে মিথ্যা ছড়ানো হয়

কোনো খবর পড়ার পর চিন্তা করুন। বিশ্বাসযোগ্য মনে হলেই শুধু শেয়ার করবেন, অথবা নয়।

তথ্যসূত্র: ফেসবুক ও বিবিসি

কেএইচ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়