• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘টুইটার ইন চিফ’ পদের জন্য লোক খুঁজছে টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০১৯, ২৩:২১
সংগৃহীত ছবি

অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ব্যবস্থাপনার জন্য লোক খুঁজছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটার ক্যারিয়ার্সে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টুইটার ইন চিফ’ পদের জন্য লোক খোঁজা হচ্ছে।

নতুন এই ব্যক্তিকে সানফ্রান্সিসকো, নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের অন্য কোনও অফিসে নিয়োগ দেয়া হবে। এই পদের জন্য সৃজনশীল, মজার এবং ভালো গল্প লেখার দক্ষতা আছে এমন লোককেই চাওয়া হয়েছে বলে জানায় ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ।

মঙ্গলবার চাকরির বিবরণীতে প্রতিষ্ঠানটি লিখে, আপনি টুইটারের জন্য টুইট লিখবেন, সম্পাদকীয় নির্দেশনা দেবেন এবং কমিউনিটি ম্যানেজারদের দারুণ একটি দলকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ সব সময়ের মতো আপনি প্রতিদিন সংস্কৃতি নিয়েই কাজ করবেন।

অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট যাত্রা শুরু করে ২০০৭ সালে। বর্তমানে এর ৫২ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার আছে। এই অ্যাকাউন্টের মাধ্যমেই টুইটারের নতুন সব ফিচার সম্পর্কে ঘোষণা দেয়া হয়। এছাড়া টুইটার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য প্রদান এবং বিশ্বের সব দেশের গ্রাহকের সঙ্গে কথোপকথনে এই অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
কিউআর কোড স্ক্যানে বাড়ছে বিপদ, প্রযুক্তিবিদের নানা পরামর্শ
পাঁচ বিসিএস থেকে ১৮১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার 
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ