• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পুরনো খবর শেয়ার করা নিয়ে ফেসবুকের সতর্ক বার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২০, ০৯:২২
Facebook warnings
ফেসবুকের সতর্ক বার্তা। প্রতীকী ছবি।

সম্প্রতি ফেসবুক বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে আছে পুরনো খবর শেয়ার করা নিয়ে ফেসবুকের একটি সতর্ক বার্তা।

এখন থেকে ফেসবুকের টাইমলাইনে তিন মাসের বেশি পুরনো খবর শেয়ার দিতে গেলেই সতর্ক করবে তারা। পুরোনো কোনো খবর শেয়ারে ক্লিক করলে একটি নোটিফিকেশন বাটন হাজির হবে। এটি যদি মনে করেন খবরটা ঠিক, তবে ব্যবহারকারী তা শেয়ার দিতে পারবেন। তবে ফেসবুক নিউজ পোস্ট করায় বাধা দেবে না।

পোস্ট দেয়ার নিয়ম হলো- পুরনো খবর শেয়ার দিতে গেলে ফেসবুকে নিউজ পোস্টদাতাকে জানাতে হবে তিনি যে পোস্টটি শেয়ার দিতে চাচ্ছেন তা কমপক্ষে ৯০ দিনের পুরনো।

ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে, মানুষকে পুরনো খবর সম্পর্কে জানিয়ে দিলে তারা অন্তত ফেসবুকে পুরনো খবর শেয়ার বন্ধ করবেন। এতে তার অনুসারীরা খবর সম্পর্কে ভুল ধারণা পাবেন না। শিগগিরই বৈশ্বিক পর্যায়ে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করবে ফেসবুক।

ফেসবুকের এক অফিশিয়াল ব্লগ পোস্টে জানানো হয়, খবর প্রকাশকেরা পুরোনো খবর ফেসবুকে ছড়ানো নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এর কারণ হলো, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই পুরোনো খবর শেয়ার দিয়ে নতুন ঘটনার মতো পরিস্থিতির সৃষ্টি করেন। এতে অনেক ঘটনা ও দুর্ঘটনা ঘটতে পারে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর কাফির ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’
মা-ছেলের আলিঙ্গন, ফেসবুকে আজহারীর আবেগঘন পোস্ট
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ
কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবি, যা জানা গেল