• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৯
ফাইল ছবি

জানুয়ারির প্রথম দশক শেষে সারাদেশে শীত কমেছে। বছরের শীতলতম মাস অনুযায়ী শীতের ভাব কম। গত চারদিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

এদিকে, একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। হিমশীতল বাতাস অব্যাহত রয়েছে। বেড়েছে শীতের প্রকোপ। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোববার (১৯ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আবহাওয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীত বৃদ্ধির বার্তা দিলো আবহাওয়া অফিস
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ 
আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা কেমন কমবে, জানাল আবহাওয়া অফিস
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ