• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

আওয়ামী লীগ জনরোষের আতঙ্কে আছে: রিজভী

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২০, ১৮:৫৫
Awami League is in fear of public outrage
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ছবি: সংগৃহীত

‘বিএনপি মানসিকভাবে বিপন্ন, তারা জনরোষের ভয়ে আতঙ্কে আছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাদের সাহেবের কথাটা হবে—আওয়ামী লীগ জনরোষের আতঙ্কে আছে। কিন্তু তিনি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছেন। নিজেদের অবস্থাটা এখন অন্যের ভেতরে দেখতে চাচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল চুরি, তেল চুরি, ত্রাণ চুরি, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল? দেশব্যাপী উল্লেখিত চুরি-ডাকাতি ও লুটের সাথে আপনাদের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আপনারা এখন প্রলাপ বকছেন।

রিজভী বলেন, চারদিকে আপনাদের অপকর্মের স্তূপ এত বিকট আকার ধারণ করেছে যে, বিএনপিকে গালমন্দ করা ছাড়া এই মুহূর্তে আপনাদের স্টকে আর কিছু নেই। তাই প্রলাপ বকেন আর বিএনপিকে নিয়ে সমালোচনা করেন। সারা বিশ্বে এখন আলোচিত দুর্নীতিবাজ সরকার হলো—ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ। যত অপকর্ম করছে আওয়ামী লীগ আর জনরোষের ভয় দেখাচ্ছেন বিএনপিকে। কী হাস্যকর কথা। যদি সৎ সাহস থাকে তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তখন দেখা যাবে কারা জনরোষে পড়ে।

বিএনপির এই নেতা আরো বলেন, গত এপ্রিল মাসে ওবায়দুল কাদের সাহেব করোনা পরিস্থিতি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। জনগণ জানতে চায়, প্রধানমন্ত্রী যদি করোনা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করেন তাহলে ভুয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার এবং রিজেন্ট হাসপাতাল করোনা টেস্ট ও ট্রিটমেন্টের অনুমতি পেলো কেমন করে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতিতে জেকেজি এবং রিজেন্ট কাজ পেয়েছে। অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা কিছুই জানে না। প্রধানমন্ত্রী জানেন না, স্বাস্থ্যমন্ত্রী জানেন না; তাহলে জানবেটা কে? কার জানা উচিত? জনমনে এখন এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন: বিএনপি গলাবাজির রাজনীতি করছে: কাদের


পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারের আগে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না: মান্না
এক ইঞ্চি মাটিও বিদেশি অপশক্তিকে দেওয়া হবে না: ড. মাসুদ
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, অনুদান প্রদান
শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই: রিজভী