‘জঙ্গি নির্মূল সম্ভব হতো যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিত’ (ভিডিও)
বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ের জন্য জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালের কোভিড-১৯ ব্লক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় একযোগে ৫ শতাধিক জায়গায় বোমা হামলা চালানো হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার সেসময় ক্ষমতায় ছিল। তাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করে শক্তিশালী হয়েছিল। সেই শক্তি প্রদর্শন করার লক্ষ্যেই একযোগে বোমা হামলা চালিয়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে অনেক দেশের চেয়ে অনেক বেশি সফলতা দেখাতে সক্ষম হয়েছেন। জঙ্গি নির্মূল সম্ভব হতো যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিত। ৫০০ জায়গায় একযোগে যারা বোমা হামলা চালিয়েছিল, তাদের দোসররা বিএনপির জোটের মধ্যে আছে। যারা স্লোগান দেয়- আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান; তারা কিন্তু ২২ দলীয় ঐক্যজোটের মধ্যেই আছে।
তিনি বলেন, যখন কোনও জঙ্গিকে গ্রেপ্তার করা হতো তখন বেগম খালেদা জিয়া এমন কথাও বলেছিলেন- ‘কিছু লোককে ধরে এনে আটকে রাখা হয়, যখন চুল-দাঁড়ি লম্বা হয়, তখন তাদের জঙ্গি বলা হয়।’
করোনা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যতটুকু সম্ভব করোনাভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। শুরুতে যেভাবে আশঙ্কা করা হয়েছিল- করোনাভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, হাসপাতালে শয্যা পাওয়া যাবে না- এ ধরনের অনেক আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বলেছিলেন। কথায় কথায় যারা সরকারের সমালোচনা করেন, তারাও বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে সেই পরিস্থিতি হয়নি।
এসএস
মন্তব্য করুন