• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিএনপির রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না: কাদের

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪
Obaidul Quader
ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ওই বৈঠক হয়। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যোগ দেন।

ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। সেজন্যই মানুষের আস্থায় পরিণত হয়েছে দলটি।

তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর রাজনৈতিক দল। মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জন-মানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। যেখানে বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, সেখানে আওয়ামী লীগ জন-আস্থার প্রতীক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। যারা দেশ বিকিয়ে দেয়, স্বাধীনতার চেতনাকে ভূলণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে—তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল