• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ধর্ষণ বিরোধী বিক্ষোভ: শাহবাগে পুলিশের সঙ্গে বামজোটের ধস্তাধস্তি

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১৩:৩৫
Left Democratic Alliance
শাহবাগে বামজোটের ধর্ষণ বিরোধী বিক্ষোভে পুলিশের বাধা

রাজধানীর শাহবাগে বামপন্থী রাজনৈতিক দলগুলোর মোর্চা- বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ধর্ষণ বিরোধী বিক্ষোভে যোগ দেয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী উদ্বেগজনক ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে যোগ দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতারা। ক্রমশই সেখানে বাড়ছে মানুষ।

অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বেলা একটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সেখানে চলছে ধর্ষণ বিরোধী মাইম প্রদর্শনী। এরই ফাকে ফাকে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদী স্লোগান দিয়ে অবস্থান নিয়েছেন। পরে তাদের কাগজ-লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।

এর আগে বেলা এগারোটার দিকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। পরে এক পর্যায়ে বেলা পৌনে বারোটার দিকে শাহবাগ অবরোধ শুরু করেন তারা।

অবরোধে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। অবস্থান নিয়েছেন সাধারণ জনতাও।

আরও পড়ুন:
ধর্ষণ থেকে বাঁচতে মা-বোনদের সঙ্গে ছুরি রাখতে বললেন নুর
নোয়াখালীর ঘটনায় শাহবাগ মোড় অবরোধ

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্টিমেটাম দিয়ে শাহবাগের সড়ক ছাড়লেন চিকিৎসকরা
শাহবাগে চিকিৎসকদের অবরোধ, যান চলাচল বন্ধ
শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুল ব্যবসায়ীর
শাহবাগ থানা স্থানান্তর নিয়ে নতুন সিদ্ধান্ত