আমি সাদাকে সাদা বলব, কালাকে কালা বলব। ওবায়দুল কাদের সাহেবের নীতি-নৈতিকতা ছিল। আজকে তার স্ত্রীর কিছু কথার কারণে ওবায়দুল কাদের সাহেব নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রের চোরাগলিতে পা দিয়েছেন ওবায়দুল কাদের। নোয়াখালীর সবচেয়ে ত্যাগী নেতা মাহমুদুর রহমান বেলায়েত যার হাত ধরে ওবায়দুল কাদের সাহেবের রাজনীতিতে পথচলা। কিন্তু কষ্টের বিষয় তিনি আজ এ নেতাকে চিনেনই না।
কাদের মির্জা বলেন, আমারে বলে ভাই, আমারে বলে রক্ত। রক্ত আমরা নই, রক্ত হলো নিজাম হাজারী, স্বপন মিয়াজী, একরাম চৌধুরী, বাদল যারা অপকর্মের হোতা, রক্ত তারা। উনি কথা শুনেন দুর্নীতিবাজ মহিলা অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। আমার কাছে সব তথ্য আছে। নেত্রী ডাকলেই সব বলবো।
আরএস/এম