দোয়া মাহফিলে গিয়ে বিএনপি নেতা আমান অবরুদ্ধ
নিখোঁজ এক বিএনপি নেতার বাসায় দোয়া মাহফিল করতে নাখালপাড়ায় যান দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সেখানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন আমানসহ বিএনপির নেতাকর্মীরা।
তার সঙ্গে থাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক গণমাধ্যমকে জানান, ‘নাখালপাড়ায় আমাদের দলের নিখোঁজ নেতা সুমনের বাসায় এসেছি খালাম্মার সঙ্গে দেখা করতে, দোয়া মাহফিল করতে। সেখানে পুলিশ আমাদের ঘেরাও করে রেখেছে। এখানে আমাদের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। পুলিশ আমাদের বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ করে রেখেছে।’
তিনি বলেন, আমি ও আমাদের আহ্বায়ক আমানউল্লাহ আমান ভাইসহ নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে আছি। ইতোমধ্যে আটক করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীকে।
তেজগাঁও মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, সেখানে অভিযান চলমান আছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে।
এমএন/এসকে
মন্তব্য করুন