ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অনির্বাচিত স্বৈরতান্ত্রিক সরকার ৩০ বছর দেশ পরিচালনা করেছে : কাদের

আরটিভি নিউজ

শনিবার, ০৮ অক্টোবর ২০২২ , ০৫:০৫ পিএম


loading/img
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত পঞ্চাশ বছরের মধ্যে ত্রিশ বছর আমাদের দেশ অসাংবিধানিক ও অনির্বাচিত স্বৈরতান্ত্রিক সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে। এ কারণে দেশ স্বাধীনের অর্ধেকেরও বেশি সময় গণতন্ত্র ও নির্বাচনি ব্যবস্থা টেকসইভাবে বিকশিত হয়নি।

বিজ্ঞাপন

শনিবার (৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর একমাত্র রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুবিহীন স্বাধীন দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠানের পন্থা নির্ধারণে স্থায়ী সমাধান করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান এবং নির্বাচনি ব্যবস্থা ব্যক্তি বিশেষের খুশিমতো চলে না। সংবিধানের যে সংশোধনীগুলো দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে এখন সেই জায়গায় ফিরে যাওয়ার সুযোগ নেই।

সেতুমন্ত্রী বলেন, সাংবিধানিক বিধি মেনেই দেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা নির্বাচন ব্যতীত কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেনি। আমরা সংবিধান, গণতন্ত্র ও জাতীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |