‘দেশে দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যার শতভাগ সমাধান হয়নি’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যার শতভাগ সমাধান হয়নি। তবে এসব বিষয় নিয়ে সমালোচনা করার সুযোগ থাকলেও এই সরকারের বহু অর্জন রয়েছে। এসব অর্জন ও দেশর অভূতপূর্ব উন্নয়ন অস্বীকার করা উচিত নয়।
শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। নাগরিকদের কাছে শতভাগ বিদ্যুতের সুবিধা পৌঁছেছে। কিন্তু এখনো আমাদের উৎপাদনের ১ শতাংশও কয়লাভিত্তিক না। মিশ্র জ্বালানি না হলে ভবিষ্যতে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই নিউক্লিয়ার, কয়লা, তরল জ্বালানি গ্যাস ও আমদানি করা গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এসডিজি অর্জনে দেশের সব নাগরিকের সম্পৃক্ততা প্রয়োজন। প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ থাকলে এসডিজি অর্জন আরও সহজ হবে। তাই সরকার সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে চায়।
তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবক্ষেত্রে স্থায়ী উন্নয়ন করতে আমাদের দীর্ঘমেয়াদে পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এগোতে হবে। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য সরকার কমিউনিটি হাসপাতাল স্থাপনের কাজ করছে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হাসপাতাল গড়ে তোলার কাজ করছে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ব্যারিস্টার রুমিন ফারহানা, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন