‘আ.লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায়’
বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, সরকার বিভিন্ন ইস্যু সৃষ্টি করতে চায়। তারা বিএনপির কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায়। এই সরকারের পতন ছাড়া দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।
সরকারের সময় শেষ হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের টাকা লুটপাট করে বিদেশে ঘরবাড়ি তৈরি করছে। দুবাইতে সাড়ে ৭০০ বাড়ি কেনার পাশাপাশি সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা জমা করছেন আওয়ামী লীগের নেতারা। অথচ, দুদক বিএনপি নেতাদের খোঁজে।
বিএনপির এই নেতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা দেশের মানুষ। দুর্নীতি আর অপকর্মের কারণে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুক্তি চায়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য ইশরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন